বাশার নূরু: [২] আগামী ১১ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা নিতে হবে।
[৩]বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে নির্দেশনা দিয়েছে।
[৪]শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব মিজানুর রহমান।
[৫]নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা ১২ অগাস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতেও বলা হয়েছে।
[৬]একই সঙ্গে টিকা না নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও পাঠাতে হবে।
[৭]মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে টিকা নেওয়ার দিনক্ষণ বেঁধে দিয়ে বুধবারের এই অফিস আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা নেওয়ার পুরনো নির্দেশনা ১১ অগাস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
[৮]যুগ্ম-সচিব মিজানুর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে তাড়াতাড়ি টিকা নেওয়ার জন্য বলেছি। এখন যেহেতু টিকা এসেছে, পরবর্তীকালে যখন স্কুল খোলার সরকারি সিদ্ধান্ত হয়, তখন টিকা নিতে তো আমাদের প্রস্তুতি দরকার। এজন্য তালিকা চাচ্ছি।” ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষাধিক লোকবল টিকা নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :