শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ারায় গত কয়েক বছর ধরে চলছে বন্য হাতির তান্ডব

এস,এম,সালাহ্উদ্দীন: [২] আনোয়ারা দেয়াং পাহাড় সংলগ্ন গুয়াপঞ্চক গ্রামে গভীর রাতে বন্য তান্ডব চালিয়ে মুদির দোকান ও গোয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ করেন এলাকাবাসী।

[৩] মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১দিকে পাহাড় থেকে বন্য হাতি লোকালয়ে নেমে এসব তান্ডব চালায়। গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদউল্যাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের মুদির দোকানের দেয়াল ভেঙ্গে চাল, ডাল ও আলুর বস্তা বের করে রস্তায় নিয়ে নষ্ট করে ফেলে। একই রাতে গুয়াপঞ্চক গ্রামের মাওলানা জালাল উদ্দীনের বাড়ির মোঃ আলী আকবরের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গোয়াল ঘরে ডুকে পড়ে বন্যহাতি। এলাকাবাসীর সহযোগিতায় রক্ষা পেল গোয়াল ঘরের গরুগুলো।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে দুটি বন্য হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। এলাকার বিভিন্ন স্থানে কলা গাছ খেয়ে এবং গাছপালা ভেঙ্গে ফেলে। পরে আবদুর রজ্জাকের মুদির দোকান ভেঙে জিনিসপত্র নষ্ট করে।

[৫] স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ জানান, গতরাতে রাতে বন্যহাতি তান্ডব চালিয়ে আমাদের এলাকার গরীব মুদির দোকানী আবদুর রাজ্জাকের দোকান ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। আমি বনবিভাগ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জনপ্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ জানায় গরীব আবদুর রজ্জাককে যেন যথা উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেন। এসব বন্য হাতি আনোয়ারা দেয়াং পাহাড় সংলগ্ন এলাকায়, বৈরাগ, মুহাম্মদপুর, পশ্চিমচাল, ছিরাবটতলীসহ বিভিন্ন স্থানে গত কয়েক বছর ধরে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে চলছে। আনোয়ারা উপজেলায় হাতির তান্ডবে প্রাণ গিয়েছে অনেক লোকের। এসবের সঠিক কোন সমাধান বা প্রতিকার না পাওয়ায় আতঙ্কে রাত যাপন করতে হচ্ছে এলাকাবাসীর। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়