শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগির চিকিৎসায় রংপুর বিভাগের আইসিইউ বেড ২৬ টি

আফরোজা সরকার: [২] বিভাগে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে চলছে। সেইসঙ্গে প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্ত রোগি ভর্তি হওয়ার চাপও বাড়ছে। করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ফাঁকা নেই। ১০০ শয্যার এই হাসপাতালে অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে ৯১টির। এরমধ্যে ৯০টি শয্যায় রোগি ভর্তি আছে।  বিভাগের আট জেলায় মোট জনসংখ্যা হচ্ছে দেড় কোটি।

[৩] এরমধ্যে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ টি ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে আছে ১৬ টি আইসিইউ বেড। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জেন ডা.হিরম্ব কুমার রায়।

[৪] অপরদিকে বিভাগে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভারতীয় সীমান্তবর্তী জেলা দিনাজপুরে তারপরে রংপুর ও তৃতীয় অবস্থানে ঠাকুরগাঁও। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস সুত্র বলছে,রংপুর বিভাগে করোনা সংক্রমণ মারাতœক রুপ নিয়েছে।এবং সংক্রমণের হার২৬ দশমিক ৯২ শতাংশ।

[৫] বর্তমান করোনা ডেডিকেডেট হাসপাতালে ১০ টি আইসিইউ বেড থাকলেও ভেন্টিলেটর সুবিধা আছে ৮ টিতে।আর ৮৩ জন কোভিড রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। গত বছরে নগরীতে নবনির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু করা হয়।

[৬] প্রথম ধাপে ১০টি আইসিইউ বেড ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ বেডে উন্নীত করার কথা ছিল।কিন্ত পরবর্তীতে আর আইসিইউ বেড বাড়ানো হয়নি।

[৭] বিভাগের আট জেলায় দেড় কোটি মানুষের জন্য ১২টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে প্রায় ৭০০ করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আইসিইউ বেড রয়েছে ২৬টি। এর মধ্যে রংপুরে ১০টি ও দিনাজপুরে ১৬টি। বিভাগের অন্য কোনো জেলায় আইসিইউ নেই। অথচ প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা রোগীদের চিকিৎসায় ১২টি হাসপাতালে প্রায় ৭০০ বেডের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে রয়েছে ১০০টি বেড। এখানে আইসিইউ বেড রয়েছে ১০টি। এসব বেড খালি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

[৮]  এছাড়া রংপুর বক্ষব্যাধি হাসপাতালে ২০ বেড রয়েছে। তবে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে কোনো আইসিইউ নেই। দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যায় করোনার চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে আইসিইউ বেড রয়েছে ১৬টি।

[৯] এ ছাড়া বিরলে ২৫ ও কাহারোলের ল্যাম্প হাসপাতালে ১০ শয্যায় করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে সেখানে কোনো আইসিইউ বেড নেই। এছাড়া কুড়িগ্রামে আধুনিক সদর হাসপাতালে ৫০, লালমনিরহাটের নার্সিং ইনস্টিটিউশনে ১২, লালমনিরহাট সরকারি হাসপাতালে ৫০, রেলওয়ে হাসপাতালে ২০, পঞ্চগড়ে চাইল্ড ওয়েলফেয়ারে ৫০, ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১০০, গাইবান্ধার আনসার ট্রেনিং সেন্টারে ৮০ ও নীলফামারী সরকারি হাসপাতালে ১০০ বেডে করোনার রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

[১০] তবে চিকিৎসা কেন্দ্রে গুলোতে কোনো আইসিইউ বেড নেই। ফলে গুরুতর অসুস্থ রোগী আইসিইউর সেবা না পেয়েই মৃত্যুর আশঙ্কা রয়েছে।

[১১] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম এক প্রেসবার্তায় নিশ্চিত করেছেন যে, রংপুর বিভাগের আট জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪১ হাজার ৫৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুুরে ১২ হাজার ১৯৭ জন, রংপুরে ৯ হাজার ৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৭৪৯ জন, গাইবান্ধায় ৩ হাজার ৫২১ জন, নীলফামারীতে ৩ হাজার ৩০৪ জন, কুড়িগ্রামে ৩ হাজার ১৭৫ জন, লালমনিরহাটে ২ হাজার ১১৭ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৪৩৫ জন রয়েছেন।করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৬ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

[১২] একটি সুত্র থেকে জানা গেছে,করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে কাগজে-কলমে ১০টি আইসিইউ শয্যা থাকলেও ভেন্টিলেটর সুবিধা আছে আটটিতে।সবগুলো শয্যা পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে আইসিইউতে রোগী ভর্তির সুযোগ নেই।এদিকে একশ শয্যার করোনা ডেডিটেকেড হাসপাতালে সরাসরি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে ৯১টিতে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৭৯ জন রোগী সেখানে ভর্তি রয়েছেন বলে সিভিল সার্জনের সরকারী হিসাব সুত্রে জানাগেছে।

[১৩] এ ব্যাপারে করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুরন্নবী বলেন, রংপুর ছাড়াও এই হাসপাতালে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করা হয়।

[১৪] যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে এখানে রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে না। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আলাদাভাবে করোনা ইউনিট চালু করে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে। এ জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

[১৫] তিনি জানান,করোনা হাসপাতালে আইসিইউ শয্যা আছে ১০টি। এর মধ্যে আটটিতে মেশিন আছে। মাত্র আটটি আইসিইউ শয্যা দিয়ে এত বড় হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়েছে। ৯১টি শয্যায় অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা আছে। রোগী ভর্তি আছে ৭৯ জন।

[১৬] সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার জানান, রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। অক্সিজেন সরবরাহের শয্যাও খালি নেই বললেই চলে। করোনা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ শয্যার এটি ওয়ার্ড খোলা হয়েছে। এখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। এছাড়াও উপজেলা পর্যায়ে কয়েকটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

[১৭] হাসপাতালে আইসিইউ শয্যা বৃদ্ধির জন্য স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত আইসিইউ শয্যা বাড়ানোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

[১৮] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন যে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, পঞ্চগড়ের দুইজনসহ দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

[১৯] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম জানান, বিভাগে করোনাভাইরাস সংক্রমণ উদ্ধেগজনক বাড়ছে।আইসিইউ সংকট মোকাবেলায় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়