শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

মঈন উদ্দীন: [২] বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল। এছাড়াও গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

[৪] সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৩ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৫০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ৯০৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও শনাক্তের হার কিছুটা বেড়েছে।

[৫] বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগে করোনায় মোট ২ হাজার ২৬৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩৭ জন, নওগাঁয় ১১৬ জন, নাটোরে ১০৬ জন, জয়পুরহাটে ৪৯ জন, সিরাজগঞ্জে ৫৮ জন ও পাবনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

[৬] বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের ১২ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে চলতি বছরের ৯ জুন পর্যন্ত ৪০ হাজার করোনা শনাক্ত হয়েছে। আর শেষ ৫৮ দিনেই করোনায় আক্রান্ত হয়েছে ৪০ হাজার। চলতি মাসে এ পর্যন্ত ২৪ হাজার ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়