শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মৃত্যু

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী ব্যাংকের বৈলছড়ি কে.বি বাজার শাখার অস্থায়ী কর্মচা‌রি মোঃ সেলিম (৪০) নিজ বা‌ড়ি‌তে বিদ্যুৎ সং‌যোগ চেক কর‌তে গি‌য়ে মৃত্যু হয়েছে।

[৩] প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) রাতে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ চেক করতে গিয়ে এ ঘটনা ঘটে। সেলিম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম নতুন বাজার ৪ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম রহমানের ছেলে ।

[৪] নিহতের বড় ভাইয়ের মেয়ে খালেদা আক্তার বলেন, গত মঙ্গলবার বৃষ্টির কারণে সারাদিন বিদ্যুৎ ছিল না। সন্ধ্যায় চাচা বাড়িতে সোনালী ব‌্যাংক বৈলছ‌ড়ি শাখার কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন তার পাশের বাড়িতে বিদ্যুৎ আছে কিন্তু তার বাড়িতে বিদ্যুৎ নাই। পরে তিনি দু'জন ইলেকট্রিশিয়ানকে বিষয়টি দেখার জন্য ডেকে আনেন। তারা মিটার চেক করতে বললে, চাচা প্লাস দিয়ে মিটার সংযুক্ত তার টান দিতেই ভেজা তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে গুরুতর আহত হ‌লে তা‌কে কালীপুর গুনাগরি মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

[৫] সোনালী ব্যাংকের বৈলছড়ি কে.বি বাজার শাখার ম্যানেজার বিক্রম কিশোর দত্ত বলেন, সেলিম বৈলছড়ি সোনালি ব্যাংক শাখার অস্থায়ী খন্ডকালীন কর্মচারি ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে ব্যাংকে চাকরি করেছেন। প্রতিদিনের মতো তিন গতকাল অফিস শেষ করে বাড়ি ফিরে। তিনি অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ব‌লে রিবার সূত্রে জানা যায়।

[৬] রামদাশমুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্কতাবশত সেলিম বৈদ্যুতিক মিটারের সাথে সংযুক্ত তার প্লাস দিয়ে টান দেয়। বৃষ্টির কারণে তার ভেজা ছিল। ভেজা তারে প্লাস দিয়ে টানতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ নিয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়