শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম, একদিনে এগারো প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল

রিয়াদ ইসলাম:[২] পাবনার ঈশ্বরদীতে অনিয়মের অভিযোগে এক দিনে এগারো প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন ও বুথ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পাবনার সিভিল সার্জনকে পাঠানো এক পত্রে বাতিলের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে আজ বুধবার দুপুরে নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন।

[৩] প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকার বনশ্রীর ফেমাস বিশেষায়িত হাসপাতাল, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, বনানীর প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতাল লিমিটেড, ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার টি এম এস এস মেডিকেল কলেজ ও রাফাতুল কমিউনিটি হাসপাতাল স্বাস্থ্য সেন্টার, পান্থপথের ডিএনএ সলিউশন লিমিটেড, মালিবাগ মোড়ের প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, কুমিল্লার মডার্ন হাসপাতাল (প্রা.) লিমিটেড এবং ঢাকা মোহাম্মদপুর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।

[৪] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার করোনার নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ১৩টি প্রতিষ্ঠান প্রকল্প এলাকায় গত বছর থেকে কাজ করে আসছিল।

[৫] এসব প্রতিষ্ঠান ঈশ্বরদী উপজেলার রূপপুর ও সাহাপুরে গ্রিন সিটি আবাসিক এলাকায় বুথ স্থাপনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করে অনুমোদিত মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাত। এরপর সেখান থেকে করোনার পরীক্ষার ফলাফল পাবনা সিভিল সার্জন ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে প্রকল্প অফিসে পাঠানো হতো।

[৬] অভিযোগ উঠেছে, এখানকার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহের জন্য নিয়মিত কাজ করত। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে মেয়াদোত্তীর্ণ কিট ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। সংগৃহীত নমুনাগুলো ত্রুটিপূর্ণ টিউবে রাখা, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য বিলম্বে ল্যাবে পাঠানো, করোনার প্রকৃত রিপোর্ট না দিয়ে মনমতো রিপোর্ট দেওয়ায় অনিয়মের অভিযোগও পাওয়া গেছে।

[৭] এসব অভিযোগ বিভিন্ন সংস্থার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে জানার পর মহাপরিচালকের নির্দেশে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. ফরিদ উদ্দিন মিয়া গত সপ্তাহে রূপপুর প্রকল্পের ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

[৮] পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, নমুনা সংগ্রহের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। ১৩টি প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও এখানে মাত্র চার-পাঁচটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহের কাজ করেছে। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকায় নমুনা সংগ্রহের অনুমোদন ও নমুনা বুথ বাতিল করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়