শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় নৌকাডুবিতে মৃত্যু, দুইজনের বাড়ি গোপালগঞ্জ

আসাদুজ্জামান বাবুল:[২] লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে দুই যুবকের বাড়ী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ও রাঘদি ইউনিয়নে। নিহত আফজাল মৃধা মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের একরাম মৃধার ছেলে ও নিহত সজীব মুন্সি মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তপারকান্দি গ্রামের ফজলু মুন্সির ছেলে উভয়ের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর করে হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

[৩] নিহত আফজালের ভাই আজিজুল মৃধা সাংবাদিকদের জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাছ ফকিরের ছেলে ইতালী প্রবাসী ইলিয়াস ফকির ও তার ভাই দুলাল ফকির আমার ভাইকে ইতালী নেয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে দু,দফায় ৬ লক্ষ টাকা নেয়। গত ২০ রমজান ইলিয়াসের ভাই দালাল চক্রের সদস্য দুলাল ফকিরের সহযোগীতায় আমার ভাই আফজাল লিবিয়ায় যায়। সেখানে কিছু দিন অবস্থান করে আফজাল।

[৪] সম্প্রতি নৌকা যোগে ইতালি যাওয়ার পথে লিবিয়া পুলিশ তাকে গ্রেফতার করে।৩২ দিন জেল খেটে বের আবারো ওই দালাল চক্রের খপ্পরে পড়ে আফজাল।গত ১৯ জুলাই দালাল চক্রের লোকজন লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে ইতালী যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় আমার ভাই আফজাল ও প্রতিবেশী সজীবসহ আরো অনেকে মারা যায়। লিবিয়া পুলিশ আফজালের লাশ উদ্ধার করে ত্রিপলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।

[৫] নিহত আফজালের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুরে পৌছানোর পর তার বাবা একরাম মৃধা ও মা মিনারা বেগমের কাছে পৌছালে কান্নায় ভেংগে পড়েন তারা। তারা বলেন, আমরা বুকের ধন হারিয়েছি। এভাবে যেন আর কোন মা-বাবার কোল খালি না হয়।দালল চক্রের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।তারা বলেন, মানব পাচারের নামে দালালরা ব্যবসা করে। জোর করে দাললরা যুবকদের নৌকাতুলে দেয় বা জিম্মি করে হত্যা করে।

[৬] এমনকি মুক্তিপনও দাবি করে। তারা ছেলের লাশ দেশে ফিরিয়ে এনে তাদের কাছে হস্তান্তরের জন্য সরকারের দাবি জানিয়েছেন।তপারকান্দি গ্রামের সজিব মুন্সির শোকার্ত মা শাহানা বেগম বলেন, আমরা ছেলের সাথে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে।তারপর আর কথা হয়নি।দালালরা তাকে জোর করে নৌকায় তুলে দিয়ে হত্যা করেছে।

[৭] তাকে ইতালি পৌঁছে দিতে রাজৈর উপজেলার সত্যবর্তী গ্রামের দালাল শাহিন সরদার আমর কাছ থেকে ১১ লক্ষ টাকা নিয়েছে।এখন ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।

[৮] দালাল চক্রের সদস্য ইলিয়াস ফকির, দুলাল ফকির ও শাহিদ সরদার ইতালি এবং লিবিয়ায় থাকেন এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া বলেন, বিষয়টি আমরা মিডিয়ার মাধ্যম ছাড়াও তাদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়