শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদি-মমতা বৈঠক: আলোচনা হয়েছে টিকা, ওষুধসহ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে

সুমাইয়া ঐশী: [২] তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক চলে প্রায় পৌনে একঘণ্টা ধরে। আনন্দবাজার

[৩] মমতার এই সফর হবে চারদিনব্যাপী। মঙ্গলবার মোদি ছাড়াও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথ এবং কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। মোদির সঙ্গে এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

[৪] বৈঠক নিয়ে মমতা বলেন, বৈঠক ভালো হয়েছে। প্রধানমন্ত্রী তার দাবি-দাওয়াগুলো শুনে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান মমতা। তবে সেখানে উপনির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

[৫] পশ্চিমবঙ্গের নাম বদল নিয়েও মোদির সঙ্গে কথা হয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, বেশ অনেকদিন ধরেই রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কথা হচ্ছে। আমি বিষয়টিকে এবার গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ জানিয়েছি প্রধানমন্ত্রীকে। এছাড়া টিকা ও ওষুধ সরবরাহ নিয়েও কথা হয়েছে।

[৬] ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পেগাসাস বিতর্ক নিয়েও আলোচনা করেছেন মমতা। বৈঠক শেষে তিনি বলেন, এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তদারকিতে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠককে সৈজন্য সাক্ষাৎ হিসেবে আখ্যা দিয়েছেন মমতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়