শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েল ও হামাসের ওপর যুদ্ধাপরাধের অভিযোগ আনলো হিউম্যান রাইটস ওয়াচ

লিহান লিমা: [২] মে মাসে হামাসের সঙ্গে ১১ দিনের সংঘর্ষে ইসরায়েলের সেনাবাহিনী ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ইসরায়েলের তিনটি বিমানহামলায় ৬২জন বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনা তদন্তে করে এই সিদ্ধান্তে পৌঁছায় সংস্থাটি। তারা বলে, ‘এসব হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর লক্ষ্যবস্তু যে হামাস ছিলো তার কোনো প্রমাণ মেলে নি।’এপি

[৩] প্রতিবেদনে আরো বলা হয় হয়, ইসরায়েলের জনবহুল শহরে ৪ হাজার রকেট ও মর্টার নিক্ষেপ করে যুদ্ধপরাধ করেছে হামাস। এই ধরনের হামলা, ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলায় নিষেধাজ্ঞার পরিপন্থী।’

[৪] তবে এই প্রতিবেদনে বিশেষভাবে সংঘর্ষে ইসরায়েলের ভূমিকার ওপর দৃষ্টিপাত করা হয়। সংস্থাটি জানায়, হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সংস্থার হামলা নিয়ে ভিন্ন আরেকটি প্রতিবেদন তৈরি করা হবে।

[৫] সংস্থাটির সংকট এবং সংঘর্ষ বিষয়ক নির্বাহী গেরি সিম্পসন বলেন, ‘মে মাসে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় যে হামলা চালায় তাতে কয়েক’শ পরিবারের বাড়ি-ঘর ধ্বংস হয়, অনেক প্রাণহানি হয় অথচ পাশ্ববর্তী স্থানেও কোনো সশস্ত্র গোষ্ঠির সদস্যদের ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছিলো এমন প্রমাণ মেলে নি। আন্তর্জাতিক আদালতে এই হামলায় যে বিচার চলছে তাতে অসহযোগিতার পূর্ণ চিত্র ইসরায়েলের আচরণে স্পষ্ট।’

[৬] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ মে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘর্ষে ২৫৪জন নিহত হন, এর মধ্যে রয়েছে কমপক্ষে ৬৭ শিশু ও ৩৯নারী। হামাস জানায় তাদের ৮০জন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের এক সৈন্য, দুই শিশু ও ১২জন বেসামরিক নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়