শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণের টাকা পরিশোধ করেও এনজিওর মামলায় কারাগারে মা, বাড়িতে কাঁদছে ছয় মাসের শিশু সন্তান

মোতাহার খান: [২] উপজেলার বারতোপা বাজারের কাপড়ের দোকানি নুরুল আমীনের স্ত্রী শাহনাজ পারভীন স্বামীকে সহায়তার জন্য ২০১৭ সালে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামে একটি এনজিও থেকে ১লাখ টাকা ঋণ নিয়েছিলেন। শাহনাজ পারভীন ঋণের পুরো টাকাই পরিশোধ করেছেন।

[৩] ঋণ পরিশোধ করার পরও এনজিওর মামলার ফাঁদে আটকে গেছেন শাহনাজ পারভীন। সোমবার তার ছ’মাসের দুগ্ধজাত শিশু রেখে পরোয়ানা মূলে শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৪] শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, এনজিওর মামলায় আদালতের পরোয়ানা মূলে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] এনজিও কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছেন ঋণ গ্রহীতা শাহনাজের নিকট বকেয়া ৭০ হাজার টাকা পরিশোধ করা আছে। আগের ব্যবস্থাপকের আমলে বকেয়া টাকার কারণে মামলা ভুলে উঠানো হয়নি।আদালতের পরোয়ানাকে সম্মান জানাতেই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

[৬] শাহনাজের স্বামী নুরুল আমীন বলেন, এনজিও আমাদের ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র দিয়েছে। তারপরও তারা আমার স্ত্রীর নামে মামলা করে।আমরা কেউ কিছু জানতাম না।

[৭] তিনি আরও বলেন, আমার ছয় মাসের শিশু ফাতেমা এখনো তার মায়ের দুধ ছাড়া কিছুই খায় না। মায়ের জন্য সে কান্নাকাটি করছে।

[৮] টিএমএসএসের শ্রীপুর-১ শাখার ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, শাহনাজ পারভীন নামে বর্তমানে আমাদের কোনো সদস্য নেই, তবে আগে ছিল। তখন আমি এ শাখার ব্যবস্থাপক ছিলাম না। তার কাছে আমাদের কোনো দেনা-পাওনা নেই। তবে তার বিরুদ্ধে কেন মামলা হলো তা আমি বলতে পারব না। আমার আগে যিনি দায়িত্বে ছিলেন বিষয়টি তার জানা থাকতে পারে।

[৯] টিএমএসএসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, মামলা এবং ওই নারীকে গ্রেপ্তারের বিষয়ে আমি কিছুই জানি না। জরুরিভাবে স্থানীয় ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

[১০] শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম বলেন, ঋণ পরিশোধের পরও তাকে হয়রানির স্বীকার হতে হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ নিলে এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[১১] গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়