শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনার সংক্রমন নিয়ন্ত্রণের বাইরে

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমন দিনদিনই গানিতিক হারে বেড়ে চলেছে। প্রশাসনের কোন তৎপরতা সাধারণ মানুষের অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া আটকাতে পারছেনা। বিশেষ করে ভ্রাম্যমান আদালত রাস্তায় থাকলে লোকজন বিধি নিষেধ কিছুটা মানলেও তাদের চলে যাওয়ার পর অবাধে মেলামেশা ও বেপরোয়া চলাফেরা করতে দেখা যাচ্ছে।

[৩] মানুষের এসব আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন চোর পুলিশ খেলায় নেমেছেন। সরকার ও প্রশাসনের এত তৎপরতা কিছু অবিবেচক মানুষের জন্য ভেস্তে যেতে বসেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

[৪] করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনে মঙ্গলবার (২৭ জুলাই) আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতায় জেলা শহরেরর প্রধান সড়কগুলো কিছুটা ফাঁকা ছিল। তবে প্রতিদিনের মতো কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয়কেনাকাটার মানুষের প্রচুর ভীড় ছিলো। দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে।মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহনান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশ মুখে ও ৭ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র‌্যাব, পুলিশের টহল জোরদার করা হয়েছে।

[৫] শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোন কিছুই মানুষকে ঘরে রাখতে পারছেন না। সচেতন মহলের দাবি প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

[৬] এদিকে মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮৮২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়