শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ১১ মামলার আসামি শীর্ষ ছিনতাইকারী রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

[৩] মঙ্গলবার (২৭ জুলাই) সিএমপির ডবলমুরিং থানা পুলিশ জানায়, আগ্রাবাদ ডেবারপাড় পালকী কমিউনিটি সেন্টারের সামনে থেকে সোমবার সন্ধ্যায় এই ছিনতাইকারীকে আটক করা হয়।

[৪] ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই ছিনতাইকারীর ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেন, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় ছিনতাইয়ের পর রুবেল পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইনের ৫ আনা উদ্ধার করা হয়। এর আগে লুণ্ঠিত এসব স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধর (৩৭) কে বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তার পলাতক সহযোগী জামাল প্রকাশ বুষ্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

[৫] উদ্ধারকৃত স্বর্ণ এবং আসামি সুজন ধরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

[৬] রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়