শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ মাসে গাড়ি বিক্রি করে টেসলার রেকর্ড ১শ কোটি ডলার মুনাফা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা জানায়, তারা ২ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। তাদের মুনাফা হয়েছে ১ বিলিয়নের ডলারেরও বেশি। গত বছরের এই সময়ে যে মুনাফা হয়েছে সেই তুলনায় মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ গুণ। সিএনএন বিজনেস

[৩] দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার মুনাফা হয়েছে ১.১ বিলিয়ন ডলার। অথচ গত বছর কোম্পানিটির মুনাফা ছিলো ১০৪ মিলিয়ন ডলার। ক্রেতাদের বেশি আগ্রহ ছিলো থ্রি সিডান মডেল ও ওয়াই মডেলের। টেসলা জানায় সাধারণ মানুষের এই গাড়িগুলোর প্রতি যে আগ্রহ দেখা গেছে তা আগে কখনো দেখা যায়নি। টেসলা আরো জানায়, আমরা যতটা সম্ভব কম দামে মানুষের কাছে বৈদ্যুতিক গাড়ি দেওয়ার চেষ্টা করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা রেকর্ড পরিমাণ গাড়ি তৈরি করতে সক্ষম। অবশ্য গত মাসে টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেন, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাপ্লাই চেইন বা চাহিদা অনুযায়ী গাড়ি সরবরাহ করা। বিবিসি

[৪] সোমবার অর্থনীতিবিদদের সঙ্গে আলাপকালে এলন মাস্ক বলেন, আমি মনে করি, এই মুহূর্তে এগিয়ে যাওয়ার এক মাত্র পথ হচ্ছে বৈদ্যুতিক গাড়ি। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এলন মাস্ককে ডিজিটাল মুদ্রার একজন অন্যতম প্রবক্তা বলা হয়। ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশ্ব মুদ্রাবাজারে বিট কয়েনের আবির্ভাব ঘটে ডিজিটাল মুদ্রা হিসেবে। লেনদেন পুরোটাই ইলেকট্রনিক পদ্ধতিতে বা অনলাইনে। এরপর অনেকবারই ওঠানামা করেছে এর দর। বিট কয়েন মার্কিন ডলার এবং পাউন্ড-স্টার্লিংয়ের মতোই একইভাবে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে। কিন্তু বিটকয়েনে টেসলা বিনিয়োগে করে ২৩ মিলিয়নেরও বেশি লোকসান গুনেছে। অবশ্য টেসলা আশা করছে ভবিষ্যতে তারা বিটকয়েন থেকে অনেক বেশি মুনাফা করবে। এলন মাস্ক এরই মধ্যে ফের বিটকয়েনে বিনিয়োগ করার কথা জানিয়েছেন।

[৫] ২০০৮ সালের শেষের দিকে জাপানের নাগরিক সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তি এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। নতুন এই ভার্চুয়াল মুদ্রার নাম হয় বিটকয়েন। ২০১৩ সালের দিকে এই মুদ্রার দাম ১০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর তা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এ বছরের শুরুর দিকে বিটকয়েনের মুল্য ৬০ হাজার ডলার অতিক্রম করে। এরপর তা কমতে কমতে ৪০ হাজার ডলারে নেমেছে। টেসলা গাড়ির মূল্য পরিশোধ বিটকয়েনে করার সুযোগ দিলে এ ভার্চুয়াল মুদ্রাটির ব্যাপক মূল্যস্ফীতি ঘটে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়