শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুঁইফোড় সংগঠনকে আওয়ামী লীগ সর্মথন করে না

আব্দুল্লাহ মামুন: [২] যমুনা টেলিভিশনের ‘আমজনতা’ অনুষ্ঠানে ‘ক্ষমতার দোকান’ শিরোনামে আয়োজিত টকশোতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

[৩] এ এফ এম বাহার উদ্দীন নাসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে বাহিরে কোনো সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সর্ম্পক নেই, ময়ূরের পেখম লাগালে কাক ময়ূর হয় না ।

[৪] মহিলা যুব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যে সহযোগী সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে এরকম সংগঠনের সংখ্যা ৭টি যেমন- আওয়ামী যুবলীগ, মহিলা আওয়মী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ, তাতি লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু আওয়মী আইনজীবী পরিষদ। তিনটি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এর বাহিরে বঙ্গবন্ধু সৈনিক লীগ নিয়ে যে কথা উঠেছে তারা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নিয়ে এবং যারা আওয়মী লীগকে সহযোগীতা করতে চায় তারা অনুমোদন নিয়ে আওয়মী লীগকে সহযোগিতা করতে পারে।

[৫] তিনি আরও বলেন, বঙ্গবন্ধু পরিষোদ একটি স্বীকৃত সংগঠন ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর থেকে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে অথচ তারা আওয়মী লীগের অঙ্গ সংগঠন নয় কিন্তু তারা তাদের মতো করে সহযোগিতা করছে। তবে এর বাহিরে ভুইফোঁড় সংগঠন যেগুলো আছে যারা নিজেরা নিজেরা সংগঠন বানাচ্ছে দোকান সাজাচ্ছে এবং তারা ব্যক্তি স্বার্থের জন্য ক্ষীণ স্বার্থের জন্য, তারা কখনো রাজপথে ছিলো না, তারা কখনো আওয়ামী লীগের ভালো চায় না।

[৬] অধ্যাপিকা অপু উকিল বলেন, ৭৫ এর পরে অনেক ভুঁইফোড় সংগঠন হয়েছে এবং বর্তমানে আওয়ামী লীগের সময় নানা নামে বেনামে সংগঠন হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক দল ৩৯টি নিবন্ধিত দল রয়েছে এই দলগুলোর কর্মকান্ডের কি ভূমিকা রয়েছে? দেশেরও মানুষের জন্য তারা কতোটুকু কাজ করে।

[৭] সাংবাদিক জাহিদুল হাসান পিন্টু বলেন, এই সংস্কৃতি গত ২০-২২ বছর থেকে দেখা যায় ক্ষমতাসীন দলের মূলত অর্থাৎ যখন যে দল ক্ষমতায় থাকে তাদেরই থাকে। এখন আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে আছে বলেই তাদের নামে সংগঠনগুলোর নামের তালিকা দীর্ঘ হচ্ছে। বিএনপির সময়ও এরকম হয়েছে কিন্তু খুব কম কারণ তারা কম সময় একটানা ক্ষমতায় ছিলো।

[৮] তিনি আরও বলেন, দলীয় নেতারা যাদি পৃষ্ঠপোষকতা না দেয় তাহলে এরকম সংগঠন দাড়ানো সম্ভব নয়, দুই একটা সংগঠন দাড়াতে পারে কিন্তু বেশিদিন সেই সংগঠনগুলো এগুতে পারে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়