শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাজের ওয়েব সিরিজে সুযোগ পাওয়ার মাপকাঠি হবে যোগ্যতা

ইমরুল শাহেদ: পরিচালক সঞ্জয় সমাদ্দারকে ‘অনুতাপ’ ওয়েব সিরিজের দায়িত্ব দেওয়া হলেও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, ওয়েব সিরিজের জন্য পাত্র-পাত্রী ঠিক করা হবে অডিশনের মাধ্যমে। কোনো স্বজনপ্রীতি নয়, যোগ্যতার ভিত্তিতেই তারা নির্বাচিত হবেন। আর এই যোগ্যতা যাচাই করবেন পরিচালক। আবদুল আজিজ স্ট্যাটাসে লিখেছেন, ‘সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘অনুতাপ’ বা জাজের পরবর্তী সিরিজ বা সিনেমার নায়ক নায়িকা বাছাই হবে যোগ্যতার ভিত্তিতে। অর্থাৎ অনুতাপ এর মুল চরিত্র নায়ক/নায়িকা অভিনয় করতে যারা আগ্রহী, তাদের মেইকআপ ম্যান দিয়ে মেইকআপ করিয়ে লুক সেট করে, অভিনয়ের অডিশন নেয়া হবে।

সে যত বড় আর্টিস্ট বা অভিনেত্রীই হোক না কেন? তাকে অবশ্যই অডিশনে পাস করে আসতে হবে। যে যোগ্য তাকেই নেয়া হবে। যোগ্যতা যাচাই করবে পরিচালক। কোন সিনিয়ার শিল্পীর যদি অডিশন দিতে অপত্তি থাকে, তাহলে তার আর জাজের সঙ্গে কাজ হবে না।’ তিনি আরো লিখেছেন, ‘যদি নতুন কেউ অডিশন দিতে চায়, প্রথমে তার অভিনয় পরীক্ষা নেয়া হবে, অভিনয় পরীক্ষায় পাস করতে পারলে, তাকে লুক সেটের জন্য ডাকা হবে এবং ফাইনাল অডিশন নেয়া হবে।

নায়কের ক্ষেত্রেও তাই।’ তিনি প্রতিশ্রæতি ব্যক্ত করে লিখেছেন, ‘আমরা সবাইকে কথা দিচ্ছি এবং প্রতিজ্ঞা করে বলছি, এখানে কোন স্বজনপ্রীতি বা অন্য কিছু নেই। শুধু যোগ্যতাই সুযোগ পাওয়ার মাপকাঠি।’ তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকার আহবান জানিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বর্তমানে আড়ালে রয়েছেন। সেখান থেকে তিনি ফেসবুকের মাধ্যমে জাজের বিভিন্ন নিয়ম-নীতি প্রকাশ করছেন। অপর একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জাজ আর নতুন কোনও সিনেমা বানাচ্ছে না। কারণ তিনটি ছবি এরমধ্যে আটকে আছে। এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওয়েবের ক্ষেত্রেও জাজ তার পুরনো সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করবে।’ জনতা ব্যাংকের ১ হাজার ৭০৮ কোটি টাকার ঋণখেলাপি মামলায় লম্বা সময় ধরে ধরাছোঁয়ার বাইরে আছেন এই প্রযোজক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়