শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-শিলং বিমান যোগাযোগ চান মেঘালয়ের মুখ্যমন্ত্রী

মাছুম বিল্লাহ : [২] বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির বাইরেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তোলার উপর জোর দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

[৩] সোমবার ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। পত্রিকাটি জানায়, শনিবার শিলংয়ে কনরাড সাংমা জানান, কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ৩ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। এটাই প্রমাণ করে কেন্দ্র উত্তর-পূর্বাঞ্চলকে কতটা গুরুত্ব দিচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নততর যোগাযোগ ব্যবস্থার উপর জোর দিয়ে তিনি জানান, এখন ইম্ফল বা আইজল যেতে হলে ১২ থেকে ২০ ঘন্টা সময় লাগে। বিমান যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা চালু হলে এক্ষেত্রে মাত্র ৩০ মিনিট সময় লাগবে। এই অঞ্চলের আর্থিক উন্নতি করতে হলে স্থলপথের পাশাপাশি আকাশপথেরও উন্নত করতে হবে।

[৪] সাংমা জানান, মেঘালয়ের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিরি আওতায় সীমান্ত যোগাযোগ ব্যবস্থারও উন্নতি প্রয়োজন। তিনি জানান, শিলং থেকে বিমানে ঢাকা যেতে মাত্র ২০ থেকে ৩০ মিনিট সময় লাগবে। এই অঞ্চলের জন্য আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়