শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফেসবুক-টুইটার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] মাঠের ক্রিকেটে যাচ্ছে তাই অবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ভারতের অনঅভিজ্ঞ একটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় সঙ্গী স্বাগতিকদের।

[৩] এই নিয়ে টানা ৫টি টি-টোয়েন্টি ম্যাচে হারলো লঙ্কানরা। আর গত ৪টি ওয়ানডে সিরিজের একটিকেও জিততে পারেনি শ্রীলঙ্কা। এ ছাড়া বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিভিন্ন ইস্যুতে ঝামেলাও নতুন নয়।

[৪] তাই তো শ্রীলঙ্কার হতাশ সমর্থকরা সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের বয়কট করার জন্য প্রচারণা চালাচ্ছে। কিন্তু লঙ্কানদের প্রধান কোচ মিকি আর্থার ক্রিকেটারদের নির্দেশ দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে।

[৫] এই ইস্যুতে তিনি বলেন, আমার পরামর্শ থাকবে এসব থেকে যেন খেলোয়াড়েরা দূরে থাকে। আপনি এসব দেখে আরো হতাশ হয়ে পড়বেন। এটাই একমাত্র উপায় নিজেদের নিয়ন্ত্রণে রাখার।

[৬] যারা ক্রিকেটারদের বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে তাদের উজবুক সম্বোধন করতেও ছাড়েননি আর্থার। তারা শ্রীলঙ্কার ক্রিকেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে কিনা তা নিয়েও সন্দেহ তার।

[৭] এ প্রসঙ্গে আর্থার বলেন, আমার কাছে সেরা উপদেশ হলো, এসব থেকে নিজেকে সরিয়ে রাখা। কিছু উজবুক আছে, যারা ভাবে যা ঘটছে, তার সবই তারা জানে। আদতে তারা কিছুই জানে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়