শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সিরিজে তামিম ও রহিমের পরে ছিটকে গেল লিটন, মোস্তাফিজকে নিয়ে পরে সিদ্ধান্ত

রাহুল রাজ : [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলা হচ্ছে না লিটন দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি চলাকালে ফিল্ডিংয়ের সময় ডানহাতের কব্জিতে চোট পান তিনি।

[৩] এর আগেও একবার একই জায়গায় ব্যথা পেয়েছিলেন ডানহাতি ওপেনার। জিম্বাবুয়েতে তার এমআরআই করানো হয়েছিল। রিপোর্টে ভালো কিছু আসেনি। দেশে ফিরে আবার এমআরআই করানো হবে। এজন্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হচ্ছে না।

[৪] জানা গেছে, লিটনকে বাদ দিয়েই দল সাজাচ্ছেন নির্বাচকরা। দল জিম্বাবুয়ে থেকে ফিরে সরাসরি ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। লিটন বেরিয়ে যাবেন জৈব সুরক্ষা বলয় থেকে। দলের সঙ্গে আছেন মোহাম্মদ মিঠুন। তাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

[৫] এদিকে পায়ের গোড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বিষয়টি হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। তার চোটের একটাই চিকিৎসা- বিশ্রাম। বিশ্রাম পেলে তিনি ঠিক হয়ে যাবেন। এজন্য তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না দল।

[৬] অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির আগে মোস্তাফিজের ফিটনেস পরীক্ষা হবে। সেখানে ভালো করলে তাকে নেওয়া হবে। যদি ততদিনেও ঠিক না হয় তাহলে অপেক্ষা করবে। দলের পারফরম্যান্স ভালো থাকলেও তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ। পারফরম্যান্স ভালো না হলে তাকে নিয়ে পরবর্তীতে পরিকল্পনা সাজাবে দল।

[৬] অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা নিয়ে জানতে চাইলে হাবিবুল বাশার সুমন বলেন, অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা করার কিছু নেই। চলতি মাসের ২১ তারিখ দলে নতুন কাউকে ঢোকানোর শেষ সময় পার হয়ে গেছে, এখন আর দলে নতুন কাউকে জৈব সুরক্ষা বলয়ে ঢোকানোর কোনো সুযোগ নেই। ফলে যারা জিম্বাবুয়ে সফর থেকে আসছে তারাই দলে থাকবে। তারপরও আনুষ্ঠানিকভাবে সেই দলটাই ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়