শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপকূলীয় মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে করোনা টিকায়

উত্তম কুমার: [২] উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। টিকা নিয়ে বেঁচে থাকাতে মানুষের এ অদম্য ইচ্ছায় প্রতিদিনই ভিড় করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছে। এছাড়া চলমান কঠোর বিধি-নিষেধে কম্পিউটারের দোকান বন্ধ থাকায় রেজিষ্ট্রেশনের না পেরে অনেকেই বাড়ী ফিরে গেছে।

[৩] কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৮৮৭৭ জনকে। টিকা দেয়ার জন্য নিবন্ধন করেছে ১৪০০০ জন। ২৫ জুলাই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬৩০ জনের। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৬৯ জন। সুস্থ্য হয়েছে ৫৪৮ জন। আর মৃত্যু হয়েছে ২৪ জন। তবে ৯৭ জন আইসোলেশনে রয়েছে ।

[৪] এদিকে টিকা কার্যক্রম পরিচালনা উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের সেবা প্রদানে নিয়োজিত করা হয়েছে। এরপরও টিকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদেও হিমশিম খেতে হচ্ছে।

[৫] কলাপাড়া উপজেলা ন্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিম্ময় হাওলাদার বলেন, এ উপজেলায় করোনা পরিস্থিতি বেশ নাজুক অবস্থানে রয়েছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি বলে তিনি সাংবাদিকদের জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়