শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে

লিহান লিমা: [২] পহেলা মে থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। জাতিসংঘ বলছে, ন্যাটো ও মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই তালেবানের হামলা জোরালো হতে থাকে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সংঘর্ষ ও সংঘাত ৪৭শতাংশ বৃদ্ধি পেয়েছে। গার্ডিয়ান

[৩]বিশেষ করে দেশটির প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে। যদি এই সংঘর্ষ জনবহুল শহরগুলোতে ছড়িয়ে পড়ে এর ফলাফল বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছে জাতিসংঘের ‘সশস্ত্র সংঘর্ষে বেসামরিক নাগরিকদের সুরক্ষা’ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে।

[৪] মে-জুন পর্যন্ত ৭৮৩জন বেসামরিক নাগরিক হত্যার শিকার হয়েছেন আহত হয়েছেন ১ হাজার ৬০৯জন। এই সংখ্যা ২০০৯ সালের পর থেকে একই সময়ে এবং ২০০১ সালে তালেবানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সর্বোচ্চ।

[৫]প্রতিবেদনে বলা হয়, এই হতাহতের দুই-তৃতীয়াংশের জন্য দায়ী আঞ্চলিক আইএসএর শাখাসহ সশস্ত্র গোষ্ঠিগুলো, বাকি এক চতুর্থাংশের দায় সরকার ও তার মিত্রদের। অন্য হতাহতের দায় কার তা নির্ধারণ করা যায় নি।

[৬]এই হতাহতের সবচেয়ে বড় শিকার নারী ও শিশুরা। ২০২১ সালের প্রথমার্ধে হতাহতের শিকার অর্ধেকের বেশি ছিলো নারী ও শিশু। এর মধ্যে ৩২ শতাংশ শিশু ও ১৪ শতাংশ নারী।

[৭]ইতোমধ্যেই আফগানিস্তান ছেড়েছে ৯৫শতাংশ মার্কিন ও ন্যাটো সৈন্য। ৩১ আগস্টের মধ্যে সব বিদেশী সেনা আফগানিস্তান ছাড়বে। তালেবান আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল ও কৌশলগত এলাকা যখন দখল করছে ঠিক একই সময়ে তারা বলেছে তারা ক্ষমতা একীভূত করতে চায় না।তবে তারা আরো বলেছে, কাবুলে সমঝোতার মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়া ব্যতীত এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করা ব্যতীত আফগানিস্তানে শান্তি আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়