শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুব্রত বিশ্বাস: কালের রাজনীতি এবং রাজনৈতিক স্বার্থসংঘাত

সুব্রত বিশ্বাস: রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়। রাজনীতি মাঝে মাঝেই ঠাঁই বদল করে। প্রতিহিংসার অস্ত্র রাজনৈতিক ইতিহাস। এ কালের অসহিষ্ণু দৃষ্টিতে সে কালের সংঘর্ষকে রাজনৈতিক রং দেওয়া, জাতীয়তাবাদের যে সংকীর্ণ চেহারা সাম্প্রতিক কালে মারমুখী হয়ে বহুত্ববর্জনকারী রাজনীতির জন্ম দিয়েছে, প্রতিহিংসার রাজনীতিতে প্রতিহিংসার ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য অতীত ঘটনার পালাবদল চলছেই, ক্রমাগত।
এ কালের সেকুলারপন্থীরা প্রাগাধুনিক আমলের নানা সম্প্রীতি মোটেই দমে যান না, বরং হানাহানির সত্যকে ঢেকে দেওয়া সেকুলারদের কৌশলমাত্র তোষণের পথই তৈরি করে। একমাত্রিক ভাবে আত্মপরিচয়ধারী সমষ্টির সঙ্গে আত্মপরিচয়ধারী সমষ্টির লড়াই হিসেবে দেখা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রাজনীতির শর্তের থেকে বড় হয়ে পুরনো হানাহানি মানেই দুই বিপরীত গোষ্ঠীর চেতনাসঞ্জাত লড়াইÑ এ কথা বলার উপায় নেই।
শাসকদের সঙ্গে রাজনৈতিক স্বার্থে যুক্ত,শাসকদের সম্বন্ধে নেতিবাচক পদ সর্বদা ব্যবহৃত হয়নি। শাসকদের সম্বন্ধে মনোভাব কখনও মৈত্রীর, কখনও বিরোধিতার। প্রশাসনিক ও অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগছে কি না, তার ওপর নির্ভর করছে অনেক কিছু। রাজনৈতিক স্বার্থ-সংঘাত, রাজনৈতিক স্তরে সুসমন্বয়, হানাহানি সবই চোখে পড়বে। সেগুলো পড়া চাই, স্বীকার করা চাই। সেই রাজনৈতিক হানাহানি ও মৈত্রীকে এ কালে যে ভাবে সামগ্রিক অর্থে সামগ্রিক হানাহানি বা মৈত্রী হিসেবে দেখার চেষ্টা করা হয়, তার মধ্যে এ কালের চাহিদাই অনিবার্যভাবে আত্মপ্রকাশ করে। রাজনৈতিক মৈত্রীর চাইতে হানাহানি যে হেতু প্রাণহন্তারক, তাই হানাহানির পুরনো ছবিকে তুলে ধরে রাজনৈতিক হানাহানির একেলে পথ যাঁরা প্রস্তুত করতে চান, তাঁদের প্রতিহত করাই আশু প্রয়োজন। লেখক : ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়