শিরোনাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের আগেই মাঠে গড়াবে পিএসএল

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৬ সাল থেকেই প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিএসএলের সপ্তম আসরে সূচিতে পরিবর্তন এনেছে পিসিবি। ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবারের আসর।

[৩] মূলত একই সময়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের সিরিজ। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল শুরু এরপর, এপ্রিল-মে মাসে। বেশিরভাগ তারকা বিদেশি ক্রিকেটারই ব্যস্ত থাকবে আইপিএল নিয়ে। একই সঙ্গে ওই সময় পবিত্র রমজান। তাই পিসিবি পিএসএলের সূচিতে এনেছে পরিবর্তন।

[৪] জানুয়ারি-ফেব্রুয়ারির উইন্ডোও খালি নেই। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ডিসেম্বরে শুরু হয়ে শেষ হবে জানুয়ারিতে। নামিদামি অনেক ক্রিকেটারই খেলবেন সেখানে। তাতে অস্ট্রেলিয়া সিরিজের আগেই মাঠে গড়াচ্ছে পিএসএলের এবারের আসর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

[৫] পিসিবি জানিয়েছে, ৬ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার পরই নতুন সূচিতে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। জানুয়ারির প্রথমে শুরু হয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাকিস্তানে চলবে পিএসএলের আগামী আসর।

[৬] নতুন সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে পিএসএল মাঠে গড়ালে লাহোর ও করাচিতে ১৭টি করে ম্যাচ হবে। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

[৭] এখানেও রয়েছে আরেকটি বাধা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শীতের সময় কুয়াশা একটু বেশিই থাকে। তাই প্রথমভাগের ম্যাচগুলো করাচিতে আয়োজিত হবে। ফেব্রুয়ারির ম্যাচগুলো হবে পাঞ্জাবের লাহোরে। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়