শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে একদিনে ৮৪ জনের করোনা শনাক্ত

মোবারক হোসেন: [২] জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পরেছে ৮৪ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫১.২২%। খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] জানা যায়, সদর উপজেলায় ৫৭ জন, মাটিরাঙ্গা৬ জন, দীঘিনালা ৫ জন, রামগড় ৪ জন, মহালছড়ি ২ জন, পানছড়ি ৯ জন এবং লক্ষীছড়ি উপজেলায় ১ জন করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু না হলেও এ পর্যন্ত করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩২ জন।

[৪] চলতি মাসে মোট টেষ্ট ২হাজার ৮৫০ জন। মোট পজিটিভ ৮৫২ জন। সনাক্তের হার ২৮.৯০%। এ পর্যন্ত মোট টেষ্ট ১০হাজার ৭৮০ জন। মোট পজিটিভ ২হাজার ১২ জন। সনাক্তের হার ১৮.৬৬ %। বর্তমানে হাসপাতালে ভর্তি কৃত রোগীর সংখ্যা ৫৩ জন। করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ জন। সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১হাজার ৪৬ জন।

[৫] জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ সকলের উদ্দেশ্যে বলেণ, করোনার লক্ষন (যেমন- জ্বর, হাঁচি-কাশি) থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা, সঠিক নিয়মে মাস্ক পরিধান করা, শারীরিক দুরত্ব বজায় রাখাসহ একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান।

[৬] এদিকে করোনায় থাবা পড়েছে খাগড়াছড়ির আদালতে। করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক আইনজীবী। আক্রান্ত হয়েছেন জেলা ও দায়রা জজসহ একাধিক বিচারক এবং আরও ডজন খানেক আইনজীবী। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৭] তিনি বলেন, করোনায় প্রাণ গেছে আমাদের আইনজীবী শওকত আকবরের এবং আক্রান্ত হয়েছেন জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আট জন কর্মচারী, ১৪ আইনজীবী, ১৮ মুহুরি (আইনজীবীর সহকারী)। আক্রান্তদের মধ্যে কেউ কেউ একাধিকবার আক্রান্ত হয়েছেন, কেউ দু’ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। করোনায় আক্রান্তদের কারণে অনেক বিচারক, আইনজীবী, কোর্ট স্টাফ এবং বিচারপ্রার্থীরা ভীত হয়ে পড়েছেন। চলমান ভার্চুয়াল কোর্টের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

[৮] জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মহি উদ্দিন কবির বলেন, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি। করোনার কারণে আমার আদালতের কাজেও বিঘ্ন ঘটেছে। এখনও শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে আসেনি বলে জানান তিনি।

[৯] এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি এবং আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে মহান আল্লাহর রহমতে সবার আর্শিবাদে সুস্থ্য আছি। আরেক আইনজীবী আরিফ উদ্দিন বলেন, অনেক আইনজীবী পুরো পরিবার নিয়ে আক্রান্ত হয়েছেন।

[১০] জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন বলেন, করোনার কারণে সহকর্মী শওকত আকবরকে হারিয়েছি। সব মিলিয়ে শতাধিক আক্রান্ত, যা কোর্টের কার্যক্রম স্থবির করে ফেলেছে। সমিতির পক্ষ হতে আক্রান্ত আইনজীবীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়