শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাগে শেরওয়ানি-পাগড়ি নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন দুই যুবক

অহিদ মুকুল : [২] কঠোর লকডাউনের তৃতীয় দিনে নোয়াখালীর মাইজদী শহরে সকাল থেকেই তৎপর জেলা প্রশাসন। বিনাপ্রয়োজনে কেউ বের হলেই চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে। প্রয়োজন ছাড়া কোনো গাড়িও জেলার বাইরে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না।

[৩] এমন সময় অটোরিকশায় এলেন দুই যুবক। তাদেরও জেরার মুখে পড়তে হয়। হাসপাতালে যাচ্ছেন বলে ম্যাজিস্ট্রেটকে জানান তারা। তবে সন্দেহ হলে প্রশাসনের চাপে ব্যাগ থেকে বেরিয়ে আসে বিয়ের শেরওয়ানি ও পাগড়ি।

[৪] রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে জেলা স্কুলের সামনে। এ সময় লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট বসিয়ে কাজ করছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন দুই যুবক। জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেওয়া হলে অটোরিকশা থামানো হয়। জিজ্ঞেস করলাম, এ সময় কোথায় যাচ্ছেন? তারা বললেন, হাসপাতালে যাচ্ছি। সঙ্গে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ব্যাগটা একটু দেখব। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিলেন। আর এতে ছিল বিয়ের শেরওয়ানি আর পাগড়ি।

[৬] এরপর জিজ্ঞেস করলাম, হাসপাতালে কি আজকাল বিয়েও হয়? লোকটি স্বীকার করে বললেন, মিথ্যা বলেছি। তবে তাকে সতর্ক করে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৭] তিনি আরো বলেন, যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে, তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া সতর্ক করে দেওয়া হচ্ছে। মামলার মুখমুখি হতে হবে স্বাস্থ্যবিধি অমান্য করলে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়