শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গলা কেটে শিশু হত্যার রহস্য উদঘাটন, বাবা গ্রেপ্তার 

তৌহিদুর রহমান: [২]  সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা  সায়মন(৯) নামে শিশুর হত্যা রহস্য উদঘাটন করেছে সদর মডেল থানার পুলিশ। রোববার দুপুরে এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদল মিয়া (৩০) কে হত্যা মামলায়  গ্রেপ্তার দেখিয়ে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে পুলিশ।
[৩] সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, শিশু সায়মন হত্যা ঘটনায় তার বাবা বাদল মিয়াকে সন্দেহ হলে  জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
[৪] পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে তার স্বীকারোক্তিতে জানায়, ২০১২ সালে বিদেশ থেকে দেশে এসে বিয়ে করে। ৫ মাস থাকার পর আবারও বিদেশ চলে যান। চলে যাওয়ার দুই মাস পর শিশু সায়মনের জন্ম হয়। তার ছেলে সন্তান সায়মনের জন্ম নিয়ে স্ত্রী মিলি বেগমের ওপর সন্দেহ হয় বাদলের। স্ত্রীর অন্য একজনের সাথে পরকীয়া ছিলো বলে জানান সে।
[৫] ওসি বলেন, বাদল আরও জানায়, এর পর এই দীর্ঘ সংসার জীবনে তার ঘরে সায়মন ছাড়া নাঈম ও আইমন নামে দুই ছেলে সন্তানের জন্ম হয়েছে। কিছুদিন আগে ছোট ভাই নাঈমকে মারধর করেন সায়মন। এই জন্য ধান ক্ষেতে ঘাস কাটার কথা বলে সায়মনকে নিয়ে যায় বাদল।  সময় সুযোগ বুঝে নিজ শিশু সন্তানকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে।
[৬] ওসি আরও জানান, হত্যার ঘটনায় মা মিলি বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। বাবা বাদল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার  দেখিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আদালতে ১৬৪ ধারায় ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় সে।
[৭] উল্লেখ্য,  এর আগে গত (২৪ জুলাই ) শনিবার বেলা সাড়ে এগারটার দিকে  সায়মন তার বাবার সাথে বাড়ির পাশ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে ধানের জমিতে সায়মনের মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়