শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ২৬,৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীক আটক

রাজু চৌধুরী :- [২] চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজবাড়ি কনভেনশন সেন্টার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৬,৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] রোববার (২৫ জুলাই ) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়াা) এ এস পি মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে এগারটার দিকে বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করাকালীন র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ আলম (৩৯), পিতা- মৃত কালা মিয়া, ২। মোশারফ আলী (৩৮) ৩। সেনোয়ারা বেগমকে (২৭) আটক করে।

[৪] পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে নিজ হাতে বের করে দেওয়া ২৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাব্ৎ মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।

[৫] গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়