শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের পরে প্রথম কর্মদিবসে ফাঁকা সচিবালয়

আনিস তপন: [২] করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে রোববার (২৫ জুলাই) অফিস-আদালত খুলেছে। কিন্তু এর আগে ২৩ জুলাই থেকে চলছে করোনা সংক্রমণ রোধে লকডাউন। ফলে ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক দপ্তরের দরজাও খোলে নি।

[৩] তবে ভিন্ন চিত্র রয়েছে সচিবালয়স্থ ক্লিনিকে। সেখানে ভির রয়েছে করোনার টিকা গ্রহীতাদের। কর্মকর্তারা-কর্মচারীর উপস্থিতি খুবই কম। তাদের অনেকেই রয়েছেন ঈদের আমেজে। তবে অন্য ঈদে কোলাকুলি করতে দেখা গেলেও এবার শুধু কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

[৪] বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তর এবং টেবিলে বসে কাজ করছেন। তবে কাজের চাপ অনেকটাই কম। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তেমন ভিড় নেই। মহামারির কারণে দর্শনার্থী প্রবেশও বন্ধ। এজন্য অনেকটাই ফাঁকা সচিবালয়।

[৫] অন্যদিকে করোনা সংক্রমণ রোধে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে লকডাউন। বেলা সাড়ে ১২টার পর সচিবালয়ের বিভিন্ন দফতরে খুব কমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকেই টেবিলে দেখা যায়।

[৬] জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, করোনার কারণে সরকারি ও বেসরকারি অফিস প্রায় সব বন্ধ রয়েছে। সচিবালয়ে এমনিতেই ৫০ শতাংশ জনবলের উপস্থিতির কথা বলা হলেও ঈদের কারণে তার সংখ্যা আরো কম। তিনি মনে করেন উপস্থিতি ২০-৩০ শতাংশ হতে পারে।

[৭] অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগে সারা দেশের করোনা পরিস্থিতি সহ নানা কারণে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করছে ১৬ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি কমিটি। এই কমিটির নেতৃত্ব রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়