শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে কঠোর পুলিশ-প্রশাসন

মমতাজুর রহমান: [২] সারাদেশে সরকার ঘোষিত দুই সপ্তাহের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে দ্বিতীয় দিনেও বগুড়ার আদমদীঘির ও সান্তাহার পৌর শহরে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। লকডাউনের প্রথম দিন শুক্রবার সকাল থেকেই মার্কেট, শপিংমলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র ও ট্রেন, বাসসহ গণপরিবহন বন্ধ রয়েছে। তবে পণ্যবাহি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

[৩] সরেজমিনে শনিবার দুপুরে উপজেলার আদমদীঘি ও সান্তাহার পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা। সেই সাথে আদমদীঘি উপজেলার বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট, মুক্তিযোদ্ধা চত্বর, ঘোড়াঘাট, পুরাতন বাজার মোড়, হার্ভে সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এমন পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় ছোট যানবাহন যেমন: রিকশা, ভ্যান ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

[৪] আদমদীঘি থানা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর রহমান জানান, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ রয়েছে। বিনা কারনে কেউ বের হলে কৈফয়েত চাওয়া হচ্ছে, ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সড়কে মহড়া দেয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়