শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা ১০ বল, রশিদের কাছে ৩ হ্যাটট্রিকের সুযোগ!

স্পোর্টস ডেস্ক: [২] আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান মারকুই ক্রিকেটার হিসাবে অংশ আছেন দ্য হান্ড্রেডে। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দিবেন রশিদ। এর আগে পাকিস্তান সুপার লিগ ৬ এর ফর্ম হান্ড্রেডে ধরে রাখতে চান তিনি।

[৩] রশিদ খানের ওপর প্রত্যাশার পারদ সবসময় উর্ধ্বমুখী থাকে। সেটা জেনেই রশিদ জানালেন নিজের স্কিলের ওপর ভরসা রেখেই ব্যাটসম্যানদের বিপদে ফেলতে চান।

[৪] ইএসপিএনক্রিকইনফোকে রশিদ খান বলেন, স্পিনার হিসাবে যদি আপনি ভাবতে থাকেন উইকেট ফ্ল্যাট, বাউন্ডারি ছোট তাহলে আমি মনে করি তা আপনাকে সাহায্য করবে না। আপনাকে সাহায্য করবে আপনার নিজের স্কিল ও খেলাতে আপনার অভিজ্ঞতা। যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবনা কাজের কিছু না।

[৫] বোলার হিসাবে সব গ্রাউন্ডে ৭৫-৮০ মিটারের বাউন্ডারি পাবেন না। তবুও যদি আপনি বাজে বল করেন তাহলে বাউন্ডারি ১০০ মিটারের হলেও ব্যাটসম্যান আপনাকে ছক্কা হাঁকাবে। এটা চ্যালেঞ্জের হবে, আমি ধারাবাহিক ভালো বল করতে চাই। যতক্ষণ আমার মাঝে পজিটিভ মাইন্ডসেট আছে আমার বিশ্বাস আমি ভালো করতে পারব।

[৬] হান্ড্রেডে টানা ১০ বল করার সুযোগ লুফে নিতে চান রশিদ। তিনি মনে করেন এটা ৩ হ্যাটট্রিক ও ১০ উইকেট নেবার সুযোগ। আমি টানা ১০ বল করার ব্যাপারে খুবই উত্তেজিত। এটা আপনাকে ১০ উইকেট নেবার সুযোগ করে দেয় এবং ৩ টি হ্যাটট্রিক। এটা একটা সুবিধা আপনার আছে। উল্টোটাও হতে পারে আপনি ১০ টা ছক্কা হজম করতে পারেন বা ১০ বলে ৫০ রান দিতে পারেন।

[৭] এই ফরম্যাটে আমি মনে করি আপনি ব্যাটসম্যানের ওপর যত চাপ প্রয়োগ করতে পারবেন তত উইকেট পাবার সম্ভাবনা বাড়বে। তার উইকেট পাবার চেষ্টায় অ্যাটাক করে যাবার চেয়ে চাপ প্রয়োগ বেশি কার্যকরী। আপনি ডট বল দিয়ে চাপ প্রয়োগ করলে উইকেট পাবার সম্ভাবনা বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়