শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর পর্নো কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : পর্নো ছবি মামলায় স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে অভিনেত্রী শিল্পা শেঠি নানাভাবে ট্রল হচ্ছেন। অশ্লীল ভিডিও বানিয়ে আর তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পার স্বামী রাজকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর শিল্পার জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন এই বলিউড অভিনেত্রী। এমনকি খবর ছিল যে তাঁকে সমন পাঠাতে পারে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

তবে শিল্পার অনুরাগীদের জন্য একটাই স্বস্তির খবর যে তাঁকে এখন সমন পাঠাবে না মুম্বাই পুলিশ। পর্নোগ্রাফি মামলায় শিল্পার কোনো ভূমিকা খুঁজে পায়নি তারা। পুলিশি তদন্তে এ ক্ষেত্রে কোনোভাবেই এই বলিউড নায়িকার সংযোগ খুঁজে পাওয়া যায়নি। তাই আপাতত তাঁকে সমন পাঠানোর কথা ভাবছে না মুম্বাই পুলিশ।

রাজ গ্রেপ্তার হওয়ার পর শিল্পা এই প্রথম মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে এক পোস্ট করে ইঙ্গিত দিয়েছেন যে এই কঠিন পরিস্থিতির সঙ্গে তিনি লড়াই করতে প্রস্তুত।

১৯ জুলাই রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে শিল্পাকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে সমালোচনার ঝড় বইছে। তবে এবার নীরবতা ভেঙেছেন এই অভিনেত্রী। শিল্পা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এক বইয়ের পৃষ্ঠা শেয়ার করেছেন। পৃষ্ঠাটি শেয়ার করে তিনি তাঁর মানসিক পরিস্থিতি বোঝাতে চেয়েছেন। এই বলিউড তারকা বলতে চেয়েছেন, জীবনের এই নতুন যুদ্ধের কাছে তিনি হার স্বীকার করবেন না। বইয়ের পৃষ্ঠার শুরুতে মার্কিন লেখক জেমস থার্বার এক উক্তি লেখা আছে।

উক্তিটি হলো, ‘রাগ হলে পেছনে ফিরে দেখবেন না। আর ভয় পেলে সামনের দিকে দেখবেন না।

নিজের চেতনাকে জাগরিত করতে চারদিকে চোখ রাখুন।’ এই পৃষ্ঠার সবচেয়ে নিচে গাঢ়ভাবে লেখা আছে, ‘আমি দীর্ঘ এক শ্বাস নিই, এই ভেবে যে আমি জীবিত আছি। আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি আগে অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে সংঘর্ষ করেছি। আর আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করব। আমাকে আমার মতো করে বেঁচে থাকার জন্য আর কেউ এখন বিভ্রান্ত করতে পারবে না।’

পর্নোগ্রাফি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। টানা দুই ঘণ্টা জেরার পর এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

২৩ জুলাই, অর্থাৎ আজ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে রাজকে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। আর এই পর্নোগ্রাফি মামলায় রাজের ভূমিকা নিয়ে আদালত আজ তাঁর রায় শোনাবেন। তাই শিল্পা আর রাজের জন্য খুবই বিশেষ আজকের দিনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়