শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেট্রোরেল প্রকল্পের দুই সেট ট্রেন দেশে এসেছে, ভাবাচ্ছে করোনা সংক্রমণ

সমীরণ রায়: [২] মেট্রোরেলের আরও দুই সেট ট্রেন জাপান থেকে বাংলাদেশে এসেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এগুলো মোংলা বন্দরে পৌঁছায়। সেখানে শুল্ক ও ভ্যাটসংক্রান্ত কার্যাদি সম্পন্ন হলে ট্রেনগুলো বার্জে করে ঢাকার পথে রওনা হবে। এদিকে প্রকল্পের সঙ্গে জড়িত লোকজনের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। ফলে সতর্কতা অবলম্বন করতে গিয়ে কাজের গতি কিছুটা কমেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানিয়েছে।

[৩] উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারসহ ঢাকায় মেট্রোরেল নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে ডিএমটিসিএল।

[৪] জুন পর্যন্ত ৭৩৪ জন কর্মী, শ্রমিক ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জুন মাসেই আক্রান্ত হয়েছেন ৬৬ জন।

[৫] গত ২২ জুন জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে দুই সেট ট্রেন নিয়ে জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। মোংলা বন্দরে এসে পৌঁছায় মঙ্গলবার সন্ধ্যায়। ঈদের কারণে শুল্ক ও ভ্যাট কার্যক্রম বন্ধ আছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগস্টের তৃতীয় সপ্তাহে ট্রেনগুলো উত্তরায় ডিপোতে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

[৬] মেট্রোরেলের প্রতি সেট ট্রেনে ছয়টি বগি। ২৪ সেট ট্রেনের নকশা প্রণয়ন ও তৈরির কাজ করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটি সব কাজ জাপানেই সম্পন্ন করে একেবারে পরিপূর্ণ ট্রেন বাংলাদেশে পাঠাচ্ছে। প্রথম সেট ট্রেন ঢাকায় এসেছে গত ২৩ এপ্রিল। এরপর উত্তরায় ডিপোতে সেটির ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। ১৪ মে ডিপোর ভেতর প্রায় ৫০০ মিটার তা চালিয়ে দেখা হয়। দ্বিতীয় সেট ট্রেন ঢাকায় আসে ১ জুন। ১৬ জুন ডিপোর ভেতর ট্রায়াল ট্র্যাকে (পরীক্ষামূলক চলাচল) মেট্রোরেল চালানো হয়েছে।

[৭] আগস্টে পরীক্ষামূলকভাবে উড়ালপথে ট্রেন চালানোর বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, এখনো পর্যন্ত পরিকল্পনা অনুসারেই কাজ এগোচ্ছে। তারিখ এখনো ঠিক হয়নি। তবে আগস্টেই উড়ালপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তবে কোনো কাজ বন্ধ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়