শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও লকডাউনে নিত্যপণের বাজার মূল্যবৃদ্ধি

শাহীন খন্দকার: [২] ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ ছিলো রাজধানীর সব কাচাঁবাজার ও দোকানপাট। শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। ঢাকার বিভিন্ন এলাকায় সবজির দোকান বন্ধ থাকলেও ভ্যানে করে, পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে কাঁচা-তরকারি। কোরবানির ঈদ উপলক্ষে মানুষ ঢাকা ছাড়লেও বাজারে ক্রেতা কম। বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। তবে কিছু মুরগির দোকান খোলা রয়েছে।

[৩] এদিকে লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে ব্রয়লার মুরগির কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকা । সীমিত কিছু ব্যবসায়ী দোকান খুলে বেচাকেনা করলেও বাজারে ক্রেতা কম। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ । চিংড়ি মাছ ৮০০-৮৫০ টাকা কেজি, যা ঈদের আগে ৬০০-৬৫০ টাকায় কেনা যেতো। তেলাপিয়া মাছ কেজি প্রতি ১৫০-১৬০ টাকা, রুই মাছ কেজি প্রতি ২৪০-৩২০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা এবং রূপচাঁদা মাছ ৭০০-৮৫০ টাকা বিক্রি হচ্ছে।

[৪] বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের পরে সাধারণত বেচাকেনা কম হয়, ক্রেতা ও বিক্রেতা উভয় কম থাকে। এবার লকডাউনে আরো কমেছে। রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেটসহ কাওরান বাজারে দেখা যায়, বেশ কিছু দোকানপাট বন্ধ। তেজগাঁও বেগুন বাড়ি, ফার্মগেট তেজকুনিপাপড়া বাজারের পরিস্থিতিও একই।

[৫] এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। গাজরের কেজি ১৭০ টাকা, টমেটোর কেজি ১৫০ টাকা। দেশিয় শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। গত সপ্তাহে যা ছিলো ৮০ টাকা। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাকা টমেটোর কেজি প্রতি ১৫০-১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। সম্পাদনা :  মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়