শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও লকডাউনে নিত্যপণের বাজার মূল্যবৃদ্ধি

শাহীন খন্দকার: [২] ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ ছিলো রাজধানীর সব কাচাঁবাজার ও দোকানপাট। শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। ঢাকার বিভিন্ন এলাকায় সবজির দোকান বন্ধ থাকলেও ভ্যানে করে, পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে কাঁচা-তরকারি। কোরবানির ঈদ উপলক্ষে মানুষ ঢাকা ছাড়লেও বাজারে ক্রেতা কম। বন্ধ রয়েছে গরু ও খাসির মাংসের দোকান। তবে কিছু মুরগির দোকান খোলা রয়েছে।

[৩] এদিকে লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে ব্রয়লার মুরগির কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকা । সীমিত কিছু ব্যবসায়ী দোকান খুলে বেচাকেনা করলেও বাজারে ক্রেতা কম। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ । চিংড়ি মাছ ৮০০-৮৫০ টাকা কেজি, যা ঈদের আগে ৬০০-৬৫০ টাকায় কেনা যেতো। তেলাপিয়া মাছ কেজি প্রতি ১৫০-১৬০ টাকা, রুই মাছ কেজি প্রতি ২৪০-৩২০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা এবং রূপচাঁদা মাছ ৭০০-৮৫০ টাকা বিক্রি হচ্ছে।

[৪] বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদের পরে সাধারণত বেচাকেনা কম হয়, ক্রেতা ও বিক্রেতা উভয় কম থাকে। এবার লকডাউনে আরো কমেছে। রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেটসহ কাওরান বাজারে দেখা যায়, বেশ কিছু দোকানপাট বন্ধ। তেজগাঁও বেগুন বাড়ি, ফার্মগেট তেজকুনিপাপড়া বাজারের পরিস্থিতিও একই।

[৫] এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। গাজরের কেজি ১৭০ টাকা, টমেটোর কেজি ১৫০ টাকা। দেশিয় শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। গত সপ্তাহে যা ছিলো ৮০ টাকা। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাকা টমেটোর কেজি প্রতি ১৫০-১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। সম্পাদনা :  মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়