শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সুজন কৈরী: [২] বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে গাঁজা পরিবহনকালে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আজগর ওরফে কালু ফকির এবং মনির মিয়া।

[৩] ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার দেবাশীষ কর্মকার জানান, বৃহস্পতিবার বিকেলে রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

[৪] তিনি বলেন, একটি পিকআপ ভ্যানে করে গাঁজাগুলো বহণ করে বগুড়া নেওয়ার তথ্যে রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক নীল রঙের পিকআপ ভ্যানটি আসার পর ডিবি পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়া হয়। তখন তারা পিকআপটি রেখে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পিকআপের পাটাতনের নিচ থেকে একে একে ২৫টি গাঁজার প্যাকেট বের করে দেন।

[৫] গ্রেপ্তারকৃতরা বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে রাজধানী হয়ে বগুড়া নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।

[৬] এদিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ের যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ সেলিম নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা।

[৭] থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, সেলিম দুটি চটের বস্তা নিয়ে টেকনিক্যাল যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিলেন। সেলিমের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ২২ কেজি ও আরেকটি বস্তা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেলিম মাদকগুলো কুমিল্লা থেকে নিয়ে এসেছিলেন। তিনি অপেক্ষায় ছিলেন, কারবারি আসলে তাকে হস্তান্তর করে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়