শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবছরেই ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার, সৌদি আরবে আরো এফ-১৬ বিমান মোতায়েল

রাশিদুল ইসলাম : [২] ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে এর বছরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।

[৩] রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিদেশি সেনা প্রত্যাহারে একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ করছেন।

[৪] ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার লক্ষ্যে কিছু মার্কিন সেনা ইরাকে রেখে দেয়ার ব্যাপারেও আলোচনা চলছে।

[৫] এদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আরো কিছু এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড নিজের অফিসিয়াল আরবি-ভাষার টুইটার পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, গত সপ্তাহে ওই ঘাঁটিতে এসব যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

[৬] ওই বিমান ঘাঁটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের অভিযানগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে এসব জঙ্গিবিমান মোতায়েনের কথা বলা হচ্ছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন ওয়াশিংটন স্ট্রিট জার্নালকে বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিদেশি সেনা নয় গোয়েন্দা সহযোগিতা প্রয়োজন। সামরিক প্রশিক্ষণ প্রয়োজন।

[৭] যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে ও দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে ধ্বংস করতে ওই আগ্রাসন চালানো হয়; যদিও ছয় বছর হামলা চালিয়েও এর একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি রিয়াদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়