শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ভাঙচুর করেন দুর্বত্তরা

মোতাহার খান:[২] করোনা ভাইরাসে ব্যবসায়ীরা যখন হতাশার মধ্যে মানবেতর জীবন যাপন করছেন, ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তর্ক করে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি মোড়ে এক মুদি দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

[৩] ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে। ঘটনায় ছয়জন আহত হয়েছে তারমধ্য আরিফ,সজিব ও রুবেল নামের তিনজনের শরীর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আহতরা হলেন উদয়খালী গ্রামের জজ মিয়া, ও তার ছেলে সাখাওয়াত হোসেন,তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক, মোঃ আরিফ,সজিব,রুবেল এ ঘটনায় মোঃ তোফাজ্জল হোসেন শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন উপজেলার গোদারচালা গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার(৪৬),মোফাজ্জল সরকার (৪৪) তাইজু সরকার(৫০)।

[৪] প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তেলিহাটি এলাকার তোফাজ্জল সরকার একটি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দোকানদার সাখাওয়াতের সাথে তর্ক বির্তক শুরু করেন। এক পর্যায়ে দোকানদারের বাবা জজ মিয়াকে মারধর করে। পরবর্তীতে ৩০ মিনিট পরে তেলীহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার তার লোকজন নিয়ে ওই দোকানে ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।

[৫] আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়।এসময় হামলাকারীরা ভাংচুর এবং লোটপাট করে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি করে।এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়