শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যাগাসাস কেলেঙ্কারি; অ্যামনেস্টি ও ফ্রান্সের এনজিওর বিরুদ্ধে মানহানির মামলা করলো মরক্কো

লিহান লিমা: [২] মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফ্রান্সের অলাভজনক গণমাধ্যম ফরবিডেন স্টেরিস’ এর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে মরক্কোর সরকার। ইসরায়েলের প্যাগাসাস সফটওয়্যার ব্যবহার করে মরক্কো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর নজরদারী করছে এই অভিযোগ তোলা হয়। স্ক্রলইন

[৩] অ্যামনেস্টি ও ফরবিডেন স্টোরিস তাদের প্রতিবেদনে বলে, ২০১৯ সালের ম্যাক্রোঁ মরক্কো সরকারের নজরদারীর সম্ভাব্য তালিকায় ছিলেন। এতে আরো বলা হয়, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ একই বছর তার নিজের দেশের গোয়েন্দা সরকার কর্তৃক নজরদারীর আওতায় ছিলেন।

[৪] মরক্কো এই অভিযোগ প্রত্যাহার করেছে। মরক্কো সরকারের আইনজীবী অলিভার বারাতেলি দায়ের করা মামলায় বলেন, ‘মরক্কোর সরকার এই দুই সংস্থার আনা মিথ্যে অভিযোগের সব ধরণের ব্যাখ্যা চায়, কোনো প্রকার তথ্য প্রমাণ এবং যুক্তি ছাড়াই এসব কথা বলা হয়েছে। মরক্কোর সরকার এই ধরনের মিথ্যে এবং ভুয়া খবর প্রকাশের জন্য শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত ক্ষান্ত হবে না।’

[৫] এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ সম্প্রতি তার ফোন পরিবর্তন করেছেন। ফ্রান্সের সরকার বলেছে, ম্যাক্রোঁর ফোন হ্যাক হয়েছে কি না তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। তবে আমরা বাড়তি নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।

[৬]ইসরায়েলের সাইবার ইন্টিলিজেন্স কোম্পানি ‘এনএসও গ্রুপ’ প্যাগাসাস সফটওয়্যার তৈরি করে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং সরকার দেশের রাজনীতিবিদ, কূটনৈতিক, প্রভাবশালী ব্যক্তিবর্গের ওপর নজরদারী করতে এই সফটওয়্যার ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়