শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্তদের শরীর ও মনে দীর্ঘমেয়াদী প্রভাব পরে

শাহীন খন্দকার: [২] রাজধানীর শেরে ই বাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা, শরিফুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, মহামারি করোনাভাইরাস গত দের বছর ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েছে যাচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্তও হচ্ছে অনেক। করোনায় আক্রান্তদের শরীরের সঙ্গে সঙ্গে মনের ওপরও চাপ পড়ে।

[৩] তিনি বলেন, এজন্য করোনা থেকে সেরে ওঠার পরও করোনা রোগীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, করোনায় আক্রান্তদের মানসিক স্বাস্থ্যের ওপর ‘দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী’ প্রভাব পড়বে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, অ্যাথেন্সে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা আক্রান্তদের প্রত্যেকেই মানসিক ভাবেও কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে। ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ, লকডাউনের মানসিক প্রভাব এবং আইসোলেশন মানসিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে। একইসঙ্গে বেকারত্ব, আর্থিক উদ্বেগ ও সামাজিক বিচ্ছিন্নতাও মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়।

[৫] সংস্থার ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ জানিয়েছেন, মহামারি সারাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। বিশ্বে ৪০ লাখের বেশি মানুষ মারা গেছে, পরিবার ও সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে এবং মানুষ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার এবং প্রযুক্তির মাধ্যমে সেবার উন্নয়ন করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে স্কুল, বিশ্ববিদ্যালয়, কর্মস্থল এবং করোনা মোকাবিলায় থাকা সম্মুখ যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যও গুরুত্ব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়