শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ, আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের ৬ জন অভিযুক্ত

স্পোর্টস ডেস্ক : [২] আতলেতিকো মিনেইরোর বিপক্ষে হেরে কোপা লিবের্তাদোরেস থেকে ছিটকে পড়ার পর প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বোকা জুনিয়র্স। এই ঘটনার পর দিন আর্জেন্টাইন ক্লাব বোকার ছয় খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করেছে ব্রাজিলিয়ান পুলিশ। বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় মিনাস জেরাইস রাজ্যের পুলিশ।

[৩] ভাংচুরের ঘটনায় অভিযুক্ত দুইজন ছাড়া পেয়েছেন তিন হাজার ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা দিয়ে। বাকি চার জনের বিরুদ্ধে কর্তৃপক্ষকে শারীরিকভাবে আক্রমণ ও অপমান করার অভিযোগ আনা হয়েছে। সময়মত বিচারকের সামনে হাজির হওয়ার শর্তে ছাড়া পেয়েছেন তারা।

[৪] অভিযুক্ত ছয় জনের কাররোরই নাম প্রকাশ করা হয়নি। আর্জেন্টাইন ক্লাবটির কারো কাছে যথেষ্ট অর্থ না থাকায় জামিনের পুরোটা আতলেতিকো প্রেসিডেন্ট নিজের পকেট থেকে দিয়েছেন বলে জানিয়েছে স্বাগতিক ক্লাবটি।

[৫] প্রতিযোগিতার শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত মঙ্গলবার (২০ জুলাই) মুখোমুখি হয়েছিল দুই দল। গোলশূন্য ড্রয়ের পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলের জয় পায় মিনেইরো।

[৬] ম্যাচটিতে নির্ধারিত সময়ে একবার জালে বল পাঠিয়েছিল বোকা জুনিয়র্স; কিন্তু ভিডিও অ্যাসিসটেন্স রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনার পর সেটা গোল দেয়নি রেফারি। গোলশূন্য প্রথম লেগেও দলটি একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু সেবারও ভিএআরে বাতিল হয়ে যায় তা।

[৭] তারপর টাইব্রেকারে হেরে বাদ পড়ার পর দলটি সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশের সঙ্গে। টানেলে, ড্রেসিংরুমে ঝাঁপিয়ে পড়া বোকার খেলোয়াড়দের লঙ্কাকাণ্ড থামাতে শেষ পর্যন্ত টিয়ার গ্যাসও মারতে হয়েছিল পুলিশকে। - রিওটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়