শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৫:১৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

আনন্দবাজার : ভারতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই আগস্টের শেষে দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই ঢেউয়ে সংক্রমণ ছড়াতে পারে ডিসেম্বর পর্যন্ত। অবশ্য বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আইসিএমআরের এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডা জানান, আগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বর নাগাদও কোভিডের সঙ্গে ল়ড়াই করতে হতে পারে।

সমীরণের পান্ডা বলেন, কোভিডের তৃতীয় ঢেউ শুরু কবে হবে বা কবে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক মডেলে একাধিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছি আমরা। সেই অনুযায়ী, আগস্টের শেষে তৃতীয় ঢেউ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।’

দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার আগেই তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানান সমীরণ। কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে। তবে এ বার তা না-ও হতে পারে বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এখন পর্যন্ত ভারতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। সমীরণের মতে, বিভিন্ন রাজ্যে চলা কোভিড বিধিনিষেধ উঠে গেলে সংক্রমিতের সংখ্যা আবার বাড়তে পারে। তিনি বলেন, যেহেতু দেশে এখনও পর্যন্ত কোভিডের বেশি ভয়াবহ ও সংক্রামক রূপ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি, তাই ডেল্টা ভ্যারিয়েন্টেই তৃতীয় ঢেউ আনতে পারে।

কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে দিয়েছিল। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়ে ওঠে তাহলে তৃতীয় ঢেউও ভয়াবহ হতে পারে।

সমীরণ বলেন, পরিস্থিতি বদলালে ২০২২-এর মার্চ পর্যন্ত তৃতীয় ঢেউয়ের রেশ থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়