শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মহাসড়কে ফাঁকা নির্বিঘ্নে চলছে গাড়ি

রুবেল মজুমদার: [২] করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল (২৩ জুলাই) সকাল ৬টা থেকেই শুরু হচ্ছে আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। তবে এবারের বিধিনিষেধ আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি হবে বলে আগেই ঘোষণা দিয়েছে সরকার।

[৩] তবে কঠোর বিধিনিষেধের আগেরদিন কোনো চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশে। ঈদের পরদিন ঢাকামুখী ব্যক্তিগত গাড়ি ছাড়া যাত্রীবাহী তেমন কোনো গাড়ি চোখে পড়েনি। ঈদের পর দিন অনেকটাই ফাঁকা থাকতে দেখা গেছে জাতীয় এ মহাসড়কটি।

[৪] বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা সেনানিবাস এলাকা, চান্দিনা, ইলিয়টগঞ্জ ও দাউদকান্দি টোলপ্লাজা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণার কারণে মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছে না। যার কারণে সড়কে যাত্রীর দেখা মিলছে কম। এছাড়া করোনার ভয়ে মানুষ প্রাইভেট বা মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যাচ্ছে। যাত্রী না থাকায় বাসের সংখ্যাও কম।

[৫] ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক চৌধুরী বলেন,মহাসড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা অনেক কম। যাত্রীবাহী থেকে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তবে মহাসড়কে মানুষের জানমাল রক্ষায় হাইওয়ে পুলিশ অবস্থান করছে।

[৬] দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন,দাউদকান্দি টোলপ্লাজা এলাকা একদম ফাঁকা। বিকেলের দিকে সড়কে গাড়ির চাপ বাড়তে পারে। তবে সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

[৭] হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ঈদ পরবর্তী সময়ে মহাসড়কে মানুষ নির্বিঘ্নে চলাচলের জন্য হাইওয়ে পুলিশের ১০টি পেট্রল টিম, দুটি কন্ট্রোল রুম ও দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত সরিয়ে নিতে রাখা হয়েছে পাঁচটি রেকার এবং সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়