শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইর দুই প্রিন্সেস পড়েছেন প্যাগাসাসের খপ্পরে

সালেহ্ বিপ্লব: [২] স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ভিআইপিদের ফোন হ্যাক করার ঘটনায় তদন্ত হচ্ছে। এখন পর্যন্ত যে তালিকা পাওয়া গেছে তাতে প্রিন্সেস লতিফা ও প্রিন্সেস হিয়ার মোবাইল ফোনের নাম্বার রয়েছে। বিবিসি

[৩] লতিফার বাবা দুবাইর শাসক মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম। লতিফার মা প্রিন্সেস হিয়ার সাথে মোহাম্মদ বিন রশীদের ছাড়াছাড়ি হয়ে গেছে। দুজনের সঙ্গেই দুবাই-শাসকের চরম বৈরিতার কথা মা-মেয়ে নিজের ‍মুখেই জানিয়েছেন।

[৪] প্রিন্সেস লতিফা গত ফেব্রুয়ারিতে বন্ধুদের মাধ্যমে বিবিসির বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে একটি ভিডিও পাঠান। সেখানে লতিফা আল মাকতুম পিতার বিরুদ্ধেই অভিযোগ তুলে বলেন, তাকে জিম্মি করে রাখা হয়েছে। নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

[৫] লতিফা এও বলেন, তিনি বোটে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সরকারি কমান্ডোরা তাকে ধরে ফেলে। এরপর মাদকাচ্ছন্ন করে আবার তাকে বন্দীশালায় ফিরিয়ে নেয়।

[৬] অন্যদিকে,  প্রিন্সেস হিয়া ২০১৯ সালে দুবাই থেকে পালিয়ে লন্ডন চলে যান। তিনি দুবাইতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানান। সাবেক স্বামীর বিরুদ্ধে তিনি অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনেন।

[৭] মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম দুই প্রিন্সেসের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

[৮] তুমুল আলোচিত দুই প্রিন্সেস যে হ্যাকিং এর শিকার, ইসরায়েলের এনএসও গ্রুপের সফটওয়্যার ব্যবহার করে এটি করা হচ্ছে বলে অভিযোগ। তবে এনএসও অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য এই প্রযুক্তি  উদ্ভাবন করেছে। তাও সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে বিক্রি করা হয়।

[৯] ইসরায়েলী কর্তৃপক্ষ বলেছে, তারা এনএসও গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়