শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩০ জনের মৃত্যু

শাহীন খন্দকার: [২] দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৩] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। মৃত্যুবরণকারীদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, নেত্রকোনার ৪ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের শ্রীপুরের ১জন রয়েছেন।

[৪] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন করোনায় ও বাকি ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার ২ ও নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা যান।

[৫] পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়াতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে, আর দুজন উপর্সগ নিয়ে। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

[৬] চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে মারা গেছেন আরও ৯ জন। গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন আরও ৬ জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

[৭] ফরিদপুরে ঈদের দিনে করোনায় মারা গেছেন আরও ৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আর ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় নতুন করে মারা গেছেন আরও ৩ জন। বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়