শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের উদাসীনতায় জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমীরণ রায় ও জেরিন আহমেদ: [২] করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি বলেন, বাংলাদেশে এ মুহূর্তে সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণে জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে।

[৩] বুধবার (২১ জুলাই) ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে এখানে জিয়ারত করে পরম করুণাময় আল্লাহ তালার কাছে এ দোয়া করেছি যে, তিনি যেন এ ভয়াবহ মহামারি, যা সারাবিশ্বের মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে, তা থেকে রক্ষা করেন। আল্লাহ যেন এ দেশের মানুষকে ক্ষমা করেন এবং এ ভয়াবহ মহামারি থেকে তাদের মুক্ত করেন।’

[৪] ঈদ উদযাপন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এমন একটা সময়ে আমরা ঈদুল আজহা পালন করছি, যখন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থ অবস্থায়। যিনি সারাজীবন ত্যাগ স্বীকার করে এ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। গণতন্ত্রের জন্য কাজ করেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন।’

[৫] তিনি আরও বলেন, ‘লাখ লাখ মানুষ আজকে মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। গণতন্ত্রহীনতার এ সময়ে আল্লাহতালার কাছে আমরা প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি তিনি যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যেন এ দেশের মানুষকে সত্যিকার অর্থেই ১৯৭১ সালের যে স্বাধীনতার চেতনা-গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করতে আমাদের সুযোগ করে দেন।’

[৬] এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। সম্পাদনা: ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়