শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে পাকিস্তান। এই রান নিয়েও বোলারদের কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে সফরকারীরা। শেষ পর্যন্ত অবশ্য জয় পায়নি পাকিস্তান। ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় ইংল্যান্ড। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত হয়।

[৩] ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ জুলাই) রাতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ৫৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় করা অপরাজিত ৭৬ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ফখর জামান। বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ৪টি উইকেট নেন। ১টি উইকেট নেন মঈন আলী।

[৪] ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় ইংলিশদের। জ্যাসন রয় ও জস বাটলার ৭.৫ ওভারেই ৬৭ রান তুলে ফেলেন। এরপর আউট হন জীবন পাওয়া বাটলার। ২২ বলে ২১ রান করে যান তিনি। ৯২ রানের মাথায় মারমুখী ব্যাটিং করা জ্যাসন রয় আউট হন। তিনি ৩৬ বলে ১২ চার ও ১ ছক্কায় ৬৪ রান করে ফেরেন উসমান কাদিরের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে।

[৫] এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। তাতে জয়ের জন্য প্রয়োজনীয় বলের চেয়ে রানের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু দাওয়িদ মালান ৩৩ বলে ৩১ রান করে ফেরার পর ইয়ান মরগান, লিয়াম ভিলিংস্টন কম বল খেলে বেশি রান করে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান। শেষ ওভারে ক্রিস জর্ডান ৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

[৬] বল হাতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৩টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাসন রয়। আর সিরিজ সেরা হন লিয়াম লিভিংস্টন।
এদিকে, সাদা বলে ইংল্যান্ড দলের নির্ভীক ক্রিকেট এবং বেঞ্চের জোর মুগ্ধ করেছে স্টুয়ার্ট ব্রডকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়