সুজন কৈরী : [২] বুধবার সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল আযহার প্রথম জামায়াতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
[৩] রাজারবাগে এবার সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের লক্ষ্যে মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়।
[৪] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা জানান, সামাজিক সুরক্ষা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
[৫] নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহর দয়া ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।