শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিদের সক্ষমতা বাড়লেও হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সুজন কৈরী: [২] সম্প্রতি জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বাড়লেও ঈদকে কেন্দ্র করে হামলার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

[৩] মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বেড়েছে। তাদের বোমা তৈরির ক্যাপাবিলিটি কিছুটা বেড়েছে। তবে পুলিশও বসে নেই। পুলিশ সতর্ক রয়েছে। আমরা সম্প্রতি জঙ্গিদের পৃথক দুটি আস্তানায় অভিযান চালিয়েছি।

[৪] ডিএমপি কমিশনার বলেন, আমি কমিশনার হওয়ার আগে রাজধানীর পাঁচটি চেকপোস্টে জঙ্গিরা বোমা হামলা চালায়। সেসব বোমা কিন্তু বেশি শক্তিশালী ছিল না। তবে সম্প্রতি যেসব বোমা আমরা উদ্ধার করেছি সেগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ ঘটলে ম্যাসাকার হয়ে যেতে পারতো। অর্থাৎ জঙ্গিদের সক্ষমতা কিছুটা বেড়েছে।

[৫] তিনি বলেন, জঙ্গিদের প্রস্তুতি আছে ঠিক, আমরাও কিন্তু বসে নেই। এই বিষয়ে আমাদের যারা কাজ করছে তারা খুবই এক্সপার্ট। নিয়মিত গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। আমরা সতর্ক রয়েছি। একারণেই দুটি আস্তানা থেকে আমরা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছি। কোনও ঘটনা ঘটনার আগেই আমরা খবর পাচ্ছি। ডিএমপির সিটিটিসির পাশাপাশি এটিইউ, র‌্যাব কাজ করছে। তাই বলতে পারি ঈদকে কেন্দ্র করে আপাতত কোনও নিরাপত্তা হুমকি নেই।

[৬] সম্প্রতি জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের বাইরে যাবার সুযোগ সীমিত হয়ে এসেছে। বিনোদনের সুযোগও কমে গেছে। এ সময়ে অনেকেই ঘরে বসে ইন্টারনেটে বিভিন্ন প্রোপাগান্ডা দেখে জঙ্গিদের ট্র্যাপে পড়ে যাচ্ছে। এসব ক্ষেত্রেও আমরা নিয়মিত নজরদারি করছি। যথাযথ নজরদারি না হলে বড় ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু আমরা এসব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি।

[৭] শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ভারতে তিনজন বড় মাপের জঙ্গি গ্রেপ্তার হয়েছেন। তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। এ ধরনের তথ্য কিন্তু আমরা পরস্পর আদান-প্রদান করে থাকি। এ তিনজন জিহাদের জন্য বাংলাদেশ ছেড়েছিলো। এ তথ্যটা আমরা জানতাম। আমরা যথাযথ সময়েই ভারতকে জানিয়েছিলাম। এজন্য তাদের গেপ্তার করা হয়েছে। এখন আপাতত জঙ্গি হামলার কোনও ঝুঁকি নেই। তবে আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়