সাকিবুল আলম: [২] সোমবার বাইডেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যান বেলারুশের বিরোধী দলীয় নেত্রী ভিয়াতলানা সিকানুস্কায়া। এসময় যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক সাহায্যের জন্য আবেদন করেন তিনি। ইয়ন
[৩] ৩৮ বছর বয়সী সিকানুস্কায়া তার স্বামীর পরিবর্তে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্টেট বিভাগের একটি বিবৃতিতে জানানো হয়, গত সোমবার সিকানুস্কায়া যুক্তরাষ্ট্রের স্টেট সচিব অ্যানথনি ব্লিংকেনের সঙ্গে দেখা করেন। এছাড়াও তিনি স্টেট বিভাগের কাউন্সিলর ডেরেক চোলেট ও রাজনীতি বিষয়ক উপসচিব ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গেও দেখা করেন। রয়টার্স
[৪] এ সময় তারা লুকাশেঙ্কো সরকারের দেওয়া জরুরি অবস্থা শেষ করার ব্যপারে আলোচনা করেন। সেই সঙ্গে বেলারুশের সকল রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির ব্যপারেও আলোচনা হয়।
[৫] বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকেই শাসন ক্ষমতা দখল করে আছেন। গত বছরের আগষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে লুকাশেঙ্কোর বিরুদ্ধে। এরপর থেকেই দেশটিতে কঠোর অবস্থা বিরাজ করছে।