শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: যেমন দেশের জনগণ, তেমনি দেশের সব

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দায়িত্ব গ্রহণের একদিন পরেই রুটিন উপাচার্যের দায়িত্ব পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু। সঙ্গে সঙ্গেই ফুলেল শুভেচ্ছার জন্য লাইন। কার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হলো? একজন উপ-সচিব। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বটা কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা এখান থেকেই স্পষ্ট হয়ে যায়। তারপর পত্রিকায় অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপুর যোগ্যতা হিসেবে যা লেখা হলো সেটা পড়ে আমি একদম টাস্কি খেয়ে গেলাম। এখন আমাদের দেশে বিশ্ববিদ্যালয় ভিসি, প্রো-ভিসি নিয়োগ পাওয়ার যোগ্যতা হলো ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু। যোগদানের পর থেকেই মুক্তিযোদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। অধ্যাপক টিপুর শশুর জয়নাল আবেদীন একজন ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহযোগী। তিনি মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়াও অধ্যাপক টিপুর মেজো ভগ্নিপতি মুক্তিযোদ্ধা মরহুম আক্কাছ আলী মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় বেআইনিভাবে গ্রেফতারকৃত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন এবং রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তি আন্দোলন ও আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখেন এই অধ্যাপক। এছাড়া বিশ্ববিদ্যালয় তথা জাতীয় পর্যায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে সব সময় সক্রিয় ছিলেন অধ্যাপক টিপু।
সরকার কেন এমন শিক্ষকদের ভিসি প্রো-ভিসি হিসাবে নিয়োগ দেন? সরকার কি দেশের উচ্চ শিক্ষার মান বৃদ্ধির জন্য এমন নিয়োগ দেন? না, উত্তর হলো সরকার চায় ভিসি, প্রো-ভিসিরা সরকারি দলকে যেন শতভাগ সাহায্য সহযোগিতা করে। বিদায়ী ভিসি অধ্যাপক এম আবদুস সোবহানের কু-কীর্তিতো ইতিহাস হয়ে থাকবে। ঠিক এভাবেই দায়িত্ব পালন করে গেছেন এবং বর্তমানে যাকে নিয়োগ দেওয়া হলো তিনিও সুবোধ মানুষের মতো নিয়োগ কর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে দেশের শিক্ষার ১২টা বাজাবেন। এই হলো আমাদের দেশ। এসব অন্যায়ের কোনো প্রতিবাদ কেউ করে না। না করে শিক্ষার্থীরা, না করে শিক্ষকরা, আর না করে দেশের আপামর জনগণ। যেমন দেশের জনগণ, তেমনি দেশের সব। সত্যিই ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’! লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়