শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাপান সফর বাতিল

নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। দক্ষিণ কোরিয়ায় জাপানি দূতাবাসের এক শীর্ষ কূটনীতিকের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই দেশের সম্পর্কের হঠাৎ অবনতি ঘটে। এর জের ধরে প্রেসিডেন্টের জাপান সফর নিয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শেষ পর্যন্ত সফর বাতিলের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট মুন।

দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে জাপান সরকারকে এ সিদ্ধান্ত জানিয়েছে বলে জাপানের সংবাদমাধ্যমে সোমবার খবর প্রকাশ হয়। মুন জে-ইন সফর বাতিল করলেও দক্ষিণ কোরিয়া টোকিও অলিম্পিকের সাফল্য কামনা করেছে। সোমবার প্রেসিডেন্টের প্রেস সচিব সাংবাদিকদের বলেছেন, টোকিও অলিম্পিক বিশ্বের মানুষের জন্য শান্তির এক উৎসব হতে যাওয়ায় দক্ষিণ কোরিয়া আশা করছে জাপান নিরাপদ ও সফলভাবে এ আয়োজন করতে সক্ষম হবে। প্রথম আলো

২০১৯ সালের ডিসেম্বর মাসের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে মুখোমুখি কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এমনকি বহুপক্ষীয় কয়েকটি সমাবেশে দেশ দুটির নেতাদের দেখা হলেও সম্ভাষণের বাইরে অন্য বিষয় নিয়ে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। এমন অচলাবস্থার মধ্যে অলিম্পিক উপলক্ষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাপান সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছিল। মুনের জাপান সফর বাস্তবায়িত হলে সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে আনা যেত বলে আশা করেছিল দুই দেশ।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে অশালীন মন্তব্য করা কূটনীতিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সোমবার ওই কূটনীতিকের মন্তব্যের সমালোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়