শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরু বহনকারী ট্রাকে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

মারুফ হাসান: [২] আসছে ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে একযোগে শিল্পকারখানা ছুটি হওয়ায় গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। অতিরিক্ত যাত্রী সামাল দেওয়ার মতো পরিবহন না থাকায় হাজার হাজার যাত্রী মহাসড়কের পাশে দাড়িয়ে রয়েছে। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অনেকেই ফিরতি গরুর ট্রাকে গ্রামের বাড়ির পথ ধরেছে।

[৩] এতে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। ভোগান্তির যেনো কোনো শেষ নেই।শুরু হয়েছে যানযট। দিনের বেলায় মানুষের ভীড় থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে এটি তীব্র আকার ধারণ করে। দুর্ভোগে ঘরমুখো মানুষ।

[৪] ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় দুপুর থেকেই থেমে থেমে যানযট। রাজধানীর বিভিন্ন স্থানে গরুর হাট বসায় মহাসড়কে বিপুলসংখ্যক গরু বোঝাই ট্রাক চলাচল। যার কারণে ভোগান্তির মাত্রা বেড়ে চলছে।

[৫] ঢাকা-টাঙ্গাইল উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। সিরাজগঞ্জের শাহজাদপুরের উদ্দেশ্যে গরুর ট্রাকে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে স্ত্রী আরজিনা ও ছেলে তুহিনকে নিয়ে রওনা হচ্ছিলেন সামছুল হক। তিনি বলেন, এখানে দাড়িয়ে থাকলে আরও দেরি হবে তারচেয়ে ভালো ট্রাকে তাড়াতাড়ি যেতে পারবো।

[৬] সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মীর গোলাম ফারুক বলেন, পোশাক কারখানা ছুটি হওয়ায় কিছু জায়গায় যানজট সৃষ্টি হয়েছে। তবে গাড়ি থামতে না দেওয়ায় যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না। যানজট নিরসনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

[৭] গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) জানান, টঙ্গী এলাকায় খানাখন্দ রাস্তা ও কোরবানির পশু বহনকারি বিপুল সংখ্যক গাড়ি ঢাকায় প্রবেশ করছে। ফলে কিছু জায়গায় থেমে থেমে যানযট সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়